গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেছেন গ্রাম পুলিশদের স্মার্ট গ্রাম পুলিশ হিসেবে গড়ে তোলা হবে। তিনি আজ শনিবার ময়মনসিংহের ফুলপুরে বিট পুলিশিং সমাবেশ ও থানায় সিসিটিভি উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এর আগে তিনি উপজেলার সিংহেশ্বর ইউনিয়নে অবস্থিত সিংহেশ্বর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজার রহমান, জেলা প্রশাসক ময়মনসিংহ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মাসুম আহমেদ ভুঞা পিপিএম -সেবা পুলিশ সুপার ময়মনসিংহ।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন ফুলপুর অফিসার ইনচার্জ আব্দুল আল মামুন। বিশেষ ইউএনও এম সাজ্জাদুল হাসান অনুষ্ঠানের সার্বিক আয়োজনের দায়িত্বে ছিলেন ফুলপুর ওসি আব্দুল্লাহ আল মামুন।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিশনার (ভূমি) অমিত রায়, তারাকান্দা, ফুলপুর পৌর মেয়র মিঃ শশধর সেন, সহকারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর, সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার, তারাকান্দা উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,ফুলপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম অ অধ্যাপক মোহাম্মদ হাবিবর রহমান প্রমুখ। অনুষ্ঠানে গ্রাম পুলিশ ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ, সিংহেশ্বর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত বন্যা আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। পরে পৌর সদরে ^ ফুলপুর থানার সিসি ক্যামেরার উদ্বোধন করা হয়।