ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করিয়া সহ মোট ০৭ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, এসআই(নিঃ) রিফাত আল আফসানী এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী থানাধীন ময়লাকান্দা এলাকা হইতে ডাকাতির চেষ্টা মামলার আসামী সাইদুল ইসলাম (৩২), ও আলমগীর @ ইন্দুর (২৬) ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) উত্তর কুমার দাস এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন চরপাড়া এলাকা হইতে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ শাকিল (৩৫) ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) আসাদুজ্জামান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় এলাকা হইতে চুরি মামলার আসামী আঃ বারেক (৩৫) ও মোঃ সাহেদ (৫০) ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) টিটু সরকার এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন কালিবাড়ী পুরাতন গুদারা ঘাট এলাকা হইতে অন্যান্য মামলার আসামী মোঃ শান্ত মিয়া (২২) ময়মনসিংহকে গ্রেফতার করেন।
ইহা ছাড়াও এএসআই(নিঃ) শামীমুল হক থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০১টি সিআর সাজা বডি তামিল করেন।