ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া গত ২৪ ঘন্টায় মোট ০৪ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
এসআই(নিঃ)কুমোদলাল দাস এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন উজান ঘাগড়া কসাইবাড়ি মাদ্রাসা মোড়স্থ শামীম ওয়েল মিল এর সামনে পাকা রাস্তার উপর হতে মোঃ আসলাম হোসেন (২৭)কে গ্রেফতার করেন। আসামীর নিকট হতে একটি খাকী রংয়ের শপিং ব্যাগের ভিতর নীল রংয়ের পলিথিনের প্যাকেটে খাকি রংয়ের বক্সে নেশা জাতীয় ইনজেকশন মাট ৬০ পিস জব্দ করেন। যার আনুমানিক বাজার মূল্য ৯,০০০/- (নয় হাজার) টাকা ।
এসআই(নিঃ) সোহেল রানা, ০২ন পুলিশ ফাড়িঁ সংগীয় ফোর্স সহ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন খাগডহর বাজার এলাকায় সরকারী পাকা রাস্তার উপর হতে অন্যান্য মামলায় আসামী মোঃ তুহিন (২৩)কে গ্রেফতার করেন।
এএসআই(নিঃ) মাসুম রানা সংগীয় অফিসার-ফোর্স সহ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় সরকারী পাকা রাস্তার উপর হতে অন্যান্য মামলায় মোঃ সুজন মিয়া (৩২)কে গ্রেফতার করেন।