ময়মনসিংহ মহানগরের ১৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ এর ছেলে মেয়ে দু’জনই কুখ্যাত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করে আসছে। তার ছেলে জানে আলম উরফে আলমের নামে এক ডজনের বেশী মাদক মামলা রয়েছে। নানা জটিলতার কারনে পুলিশ নেতার মেয়ে তাসলিমা উরফে আকলিমাকে ধরতে না পারলেও এবার ২ কেজি গাঁজাসহ আলীয়া মাদ্রাসা এলাকা থেকে দুপুর ১২টায় কোতোয়ালী পুলিশ আটক করে। স্থানীয়রা এমন খবরই জানিয়েছে এ প্রতিবেদককে। তবে পুলিশ গাঁজাসহ আটকের কথা স্বীকার করেছে।
স্থানীয় ভাবে নিজেকে সৎ নেতা দাবী করা আব্দুস সামাদ এখন ফোন ধরছেন না। এলাকাবাসী জানিয়েছে, দীর্ঘদিন ধরে আব্দুস সামাদের ছেলে জানে আলম উরফে আলম ও তাসলিমা উরফে আকলিমা গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছে। এলাকায় মাদক সেবী ও উঠন্ত বয়সের ছেলেদের সাথে নেতার মাদক ব্যবসায়ী ছেলে-মেয়েদের সাথে রমরমা খাতির রয়েছে। এসকল ব্যক্তিরাই নাকি তার বাবা’র মিছিলে যায়। এলাকাবাসী তাদের অত্যাচারে অতিষ্ঠ। এলাকাবাসী জানায়, মাদক ব্যবসায়ী ছেলে-মেয়েদের পৃথক পৃথক ভাড়া বাসাও রয়েছে। এই সব বাসায় পুলিশ অভিযান চালালে আরও মাদক উদ্ধার হতে পারে বলে জানিয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।