ময়মনসিংহ নগরের ঢোলাদিয়া তালতলা সাকিন এর সিলভার ক্যাসেল রিসোর্ট এ গত ২০ জানুয়ারি সন্ত্রাসী মামুনসহ কিছু অজ্ঞাতনামা লোকজন সিলভার ক্যাসেল রিসোর্ট একাধিক মেয়ে নিয়ে ঢুকে বলে যে, আমাদের হোটেলে প্রোগ্রাম আছে। এরা বিভিন্ন ধরনের অস্র নিয়ে ঢুকায় ক্যাসেলের লোকজন বাধা দেয়। এসময় সন্ত্রাসীরা প্রচন্ড কিন্তু হন এবং ক্যাসেলের লোকজনের গায়ে পড়িয়া ঝগড়া করে তাদের মারার জন্য উদ্যত হন। একপর্যায়ে অজ্ঞাতনামা লোকজন কর্মরত স্টাফদের দেখে নেওয়ার হুমকী দি যায়। পরবর্তীতে উল্লেখিত ঘটনার জের ধরিয়া ইং ২৬ জানুয়ারি রাত অনুমান ০৯.২০ টায় হোটেলের লকজন সিলভার ক্যাসেল রিসোর্ট এ প্রধান গেইটে মসজিদের পার্শ্বে পৌছামাত্রই মামুনসহ অজ্ঞাতনামা ১০/১২ জন বিবাদীরা পূর্ব পরিকল্পিতভাবে জনবতাবদ্ধে তাহাদের হাতে থাকা রামদা, দা, লোহার রড, বাশেঁর লাঠিসোটা সহ বর্নিত স্থানে পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাদের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপ বাইরাইয়া ও কিল, ঘুষি মারিয়া রক্তাক্ত ও নীলাফোলা জখম করে। বিবাদীরা ম্যানেজার ও অফিস সহকারীকেও বিভিন্ন স্থানে এলোপাথারিভাবে বাইরাইয়া ও কিল, ঘুষি মারিয়া নীলাফোলা জখম করে।
এসকল চিহ্নিত সন্ত্রাসীরা নদীর পাড়ে বিভিন্ন সময়ে চুরি, ছিনতাই ও নানা ধরনের অপরাধ কর্মকান্ড চালিয়ে থাকে।