1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলবাড়ীয়ায় মানব সেবার নজির সৃষ্টি করেছে প্রবাসী পরিবার মানবিক সংগঠন : সালমা - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বগঞ্জে সেবাগ্রহীতাদের অফিসে আটকে তালা লাগিয়ে চলে গেলেন ভূমি কর্মকর্তা ময়মনসিংহে দুর্বৃত্তের হামলায় বিদ্যালয়ের নৈশপ্রহরী নিহত ময়মনসিংহ পুলিশ রেঞ্জের ৩৬৫ এসআই একযোগে বদলি   ময়মনসিংহের আকুয়া খালপাড়ে অটোচালক রবিনের লাশ উদ্ধার ময়মনসিংহ এর পদোন্নতি প্রাপ্তিতে র‌্যাংক ব্যাজ পরিধন ময়মনসিংহ এর পদোন্নতি প্রাপ্তিতে র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান” পরানগঞ্জ ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ ময়মনসিংহ ডিবি’র অভিযানে ৪০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে মাদক সম্রাট বিশাল সহযোগী সহ গ্রেপ্তার ময়মনসিংহ ডিবি’র অভিযানে পর্নোগ্রাফি মামলার আসামী গ্রেফতার ১ 

ফুলবাড়ীয়ায় মানব সেবার নজির সৃষ্টি করেছে প্রবাসী পরিবার মানবিক সংগঠন : সালমা

আজিজুল ইসলামঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৯৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলবাড়ীয়ার প্রত্যন্ত অঞ্চলে অঞ্চলে মানব সেবার নজির সৃষ্টি করেছে প্রবাসী পরিবার মানবিক সংগঠন। ভবিষ্যতে গ্রামের অসহায় শিশুদের শিক্ষার আওতায় আনতে এবং একই সাথে তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করবে সংগঠনটি। এছাড়াও প্রত্যন্ত এলাকায় সাধারণ মানুষদের মাঝে মানবসেবা অব্যাহত রাখবে সংগঠনটি। নিজের সুখ বিসর্জন দিয়ে সর্বদা অসহায় মানুষদের পাশে দাড়িয়েছে এই সংগঠন। এছাড়াও প্রবাসীদের বিপদাপদে সব সময় পাশে থাকবে প্রবাসী পরিবার মানবিক সংগঠন। কারণ, প্রবাসীরা হলো দেশের রেমিট্যান্স যোদ্ধা, আর এই প্রবাসীদের নিয়েই এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মাধ্যমেই দেশের অর্থনৈতিক চাকা সচল থাকে। বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যুদ্ধ করে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশীরা। বিশ্বের বুকে বাংলাদেশকে আরো উচু মর্যাদা এবং সম্মানের জায়গায় নিয়ে যাচ্ছে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা।

গতকাল শনিবার (২৮ জানুয়ারী) ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার প্রবাসী পরিবার মানবিক সংগঠন কর্তৃক শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সংগঠনটির উপদেষ্টা, আওয়ামী লীগ নেত্রী ও স্থানীয় সাংসদ কন্যা সেলিমা বেগম সালমা এসব কথা বলেন।

তিনি বলেন, ফুলবাড়ীয়া উপজেলার আপামর জনসাধারণের মাঝে খুঁজে খুঁজে অসহায়দের পাশে স্বেচ্ছাসেবক এবং মানবিক সংগঠন হিসাবে প্রবাসী পরিবার মানবিক সংগঠন আবির্ভূত হয়েছে। এই সংগঠনের কোন উদ্দেশ্য নেই। এটি অরাজনৈতিক দলনিরপেক্ষ সংগঠন। এখানে সব মতাবলম্বীরা রয়েছে।

অষ্ট্রেলিয়া প্রবাসী ও দেশটিতে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সভানেত্রী সেলিমা বেগম সালমা আরো বলেন, বাংলাদেশ থেকে সুদূর প্রবাসে যারা থাকেন তাদের মাতৃভূমির জন্য এবং এদেশের মানুষের জন্য মন কাঁদে। তাই শুধু নিজের পরিবারের কথা না চিন্তা করে প্রবাসীরা এই সংগঠন প্রতিষ্ঠা করে গ্রামে গঞ্জের অসহায় মানুষদের পাশে দাড়িয়েছে।

তিনি বলেন, বিদেশে প্রবাসীদের আত্মীয় স্বজন কেউ নেই, নিজ ভূমি থেকে হাজার হাজার মাইল দূরে তাদের অবস্থান করতে হয়। প্রবাসী পরিবার মানবিক সংগঠনের কার্যক্রমে যখন একটা লোকের বিন্দু মাত্রও উপকার হয় তখন প্রবাসীদের মনে প্রশান্তির সৃষ্টি হয়।

দুপুরে উপজেলার রাধাকানাই ইউনিয়নের পশ্চিম পলাশতলী ফকির বাড়ি এলাকায় অসহায়দের মাঝে শীতবস্ত্র ও অর্থ প্রদান অনুষ্ঠানে সেলিমা বেগম সালমা বলেন, প্রবাসী পরিবার মানবিক সংগঠনের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এসময় তিনি এই সংগঠনের উদ্যোক্তা, পরিচালনা পরিষদ সহ যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তব্যের শুরুতেই সেলিমা বেগম সালমা উপস্থিত সকালের খোঁজ খবর নেন।

স্থানীয় সমাজসেবক ও অবসরপ্রাপ্ত শিক্ষক সাইদুল করিম মাষ্টারের সভাপতিত্বে ও সংগঠনের স্বেচ্ছাসেবক জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সভাপতি দৌলত উর রহমান তরফদার, আরো বক্তব্য রাখেন সংগঠনটির প্রধান উপদেষ্টার পিতা আলহাজ্ব আশরাফ আলী, প্রতিষ্ঠাতা সদস্য সাইফুল ইসলাম, উপদেষ্টা দিদারুল ইসলাম, ইউপি সদস্য শাহ মোঃ উজ্জ্বল, সাবেক সেনা সদস্য মোস্তাফিজুর রহমান, সমাজসেবক ডাঃ জাহার আলী ও বদর উদ্দিন মাষ্টার। এসময় সমাজ সচেতন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে উপস্থিত শীতবস্ত্র গ্রহণকারীদের কম্বল এবং অর্থ প্রদান করেন সেলিমা বেগম সালমা সহ অন্যান্য অতিথিবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD