1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলবাড়ীয়ায় মানব সেবার নজির সৃষ্টি করেছে প্রবাসী পরিবার মানবিক সংগঠন : সালমা - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ ভালুকায় শিল্পপ্রতিষ্ঠানে দখলবাজি ও পেশিশক্তি প্রদর্শনের অভিযোগে যুবদলের তিন নেতাকে বহিষ্কার  নেত্রকোনার পুর্বধলায় ট্রেনের ইঞ্জিনে আগুন ময়মনসিংহে বালু বোঝাই লড়ি গাড়ির নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু ময়মনসিংহে জামায়াতের উদ্যোগে এটিএম আজাহারুল ইসলামের মুক্তির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল ময়মনসিংহে এনেসথেসিওলজিস্ট কার্যকরী পরিষদের প‌্যা‌নেল প‌রি‌চিতি সভা ময়মনসিংহে অটোরিকশা-মাহিন্দ্র ট্রাক সংঘর্ষে নিহত-২ গফরগাও সরকারী বালু নিয়ে ইউএনও ও বিএনপির বিরোধ। মানববন্ধন ময়মনসিংহে ৭শত পিস ইয়াবাসহ ডিবির হাতে গ্রেফতার ২ ময়মনসিংহে নায়েব  শফিকুল ইসলামের বিরুদ্ধে বহু অভিযোগ! 

ফুলবাড়ীয়ায় মানব সেবার নজির সৃষ্টি করেছে প্রবাসী পরিবার মানবিক সংগঠন : সালমা

আজিজুল ইসলামঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১১৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলবাড়ীয়ার প্রত্যন্ত অঞ্চলে অঞ্চলে মানব সেবার নজির সৃষ্টি করেছে প্রবাসী পরিবার মানবিক সংগঠন। ভবিষ্যতে গ্রামের অসহায় শিশুদের শিক্ষার আওতায় আনতে এবং একই সাথে তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করবে সংগঠনটি। এছাড়াও প্রত্যন্ত এলাকায় সাধারণ মানুষদের মাঝে মানবসেবা অব্যাহত রাখবে সংগঠনটি। নিজের সুখ বিসর্জন দিয়ে সর্বদা অসহায় মানুষদের পাশে দাড়িয়েছে এই সংগঠন। এছাড়াও প্রবাসীদের বিপদাপদে সব সময় পাশে থাকবে প্রবাসী পরিবার মানবিক সংগঠন। কারণ, প্রবাসীরা হলো দেশের রেমিট্যান্স যোদ্ধা, আর এই প্রবাসীদের নিয়েই এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মাধ্যমেই দেশের অর্থনৈতিক চাকা সচল থাকে। বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যুদ্ধ করে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশীরা। বিশ্বের বুকে বাংলাদেশকে আরো উচু মর্যাদা এবং সম্মানের জায়গায় নিয়ে যাচ্ছে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা।

গতকাল শনিবার (২৮ জানুয়ারী) ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার প্রবাসী পরিবার মানবিক সংগঠন কর্তৃক শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সংগঠনটির উপদেষ্টা, আওয়ামী লীগ নেত্রী ও স্থানীয় সাংসদ কন্যা সেলিমা বেগম সালমা এসব কথা বলেন।

তিনি বলেন, ফুলবাড়ীয়া উপজেলার আপামর জনসাধারণের মাঝে খুঁজে খুঁজে অসহায়দের পাশে স্বেচ্ছাসেবক এবং মানবিক সংগঠন হিসাবে প্রবাসী পরিবার মানবিক সংগঠন আবির্ভূত হয়েছে। এই সংগঠনের কোন উদ্দেশ্য নেই। এটি অরাজনৈতিক দলনিরপেক্ষ সংগঠন। এখানে সব মতাবলম্বীরা রয়েছে।

অষ্ট্রেলিয়া প্রবাসী ও দেশটিতে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সভানেত্রী সেলিমা বেগম সালমা আরো বলেন, বাংলাদেশ থেকে সুদূর প্রবাসে যারা থাকেন তাদের মাতৃভূমির জন্য এবং এদেশের মানুষের জন্য মন কাঁদে। তাই শুধু নিজের পরিবারের কথা না চিন্তা করে প্রবাসীরা এই সংগঠন প্রতিষ্ঠা করে গ্রামে গঞ্জের অসহায় মানুষদের পাশে দাড়িয়েছে।

তিনি বলেন, বিদেশে প্রবাসীদের আত্মীয় স্বজন কেউ নেই, নিজ ভূমি থেকে হাজার হাজার মাইল দূরে তাদের অবস্থান করতে হয়। প্রবাসী পরিবার মানবিক সংগঠনের কার্যক্রমে যখন একটা লোকের বিন্দু মাত্রও উপকার হয় তখন প্রবাসীদের মনে প্রশান্তির সৃষ্টি হয়।

দুপুরে উপজেলার রাধাকানাই ইউনিয়নের পশ্চিম পলাশতলী ফকির বাড়ি এলাকায় অসহায়দের মাঝে শীতবস্ত্র ও অর্থ প্রদান অনুষ্ঠানে সেলিমা বেগম সালমা বলেন, প্রবাসী পরিবার মানবিক সংগঠনের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এসময় তিনি এই সংগঠনের উদ্যোক্তা, পরিচালনা পরিষদ সহ যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তব্যের শুরুতেই সেলিমা বেগম সালমা উপস্থিত সকালের খোঁজ খবর নেন।

স্থানীয় সমাজসেবক ও অবসরপ্রাপ্ত শিক্ষক সাইদুল করিম মাষ্টারের সভাপতিত্বে ও সংগঠনের স্বেচ্ছাসেবক জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সভাপতি দৌলত উর রহমান তরফদার, আরো বক্তব্য রাখেন সংগঠনটির প্রধান উপদেষ্টার পিতা আলহাজ্ব আশরাফ আলী, প্রতিষ্ঠাতা সদস্য সাইফুল ইসলাম, উপদেষ্টা দিদারুল ইসলাম, ইউপি সদস্য শাহ মোঃ উজ্জ্বল, সাবেক সেনা সদস্য মোস্তাফিজুর রহমান, সমাজসেবক ডাঃ জাহার আলী ও বদর উদ্দিন মাষ্টার। এসময় সমাজ সচেতন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে উপস্থিত শীতবস্ত্র গ্রহণকারীদের কম্বল এবং অর্থ প্রদান করেন সেলিমা বেগম সালমা সহ অন্যান্য অতিথিবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD