স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের দ্রুততম সময়ে পলিশ অভিযান পরিচালনা করিয়া সহ মোট ০৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর মাঝে এসআই রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে কৃষ্টপুর মেডিকেল গেইট এলাকা থেকে মারামারি মামলার আসামী ছাকিব খান ওরফে সাকি, এসআই আশিকুল হাসানের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে বোররচর পয়েস্তি বাজার এলাকা থেকে মারামারি মামলার আসামী আইনাল হক, এসআই কামরুল হাসানের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে পাটগুদাম এলাকায় স্মৃতি সৌধের সামনে থেকে মাদক মামলার আসামী মোঃ হৃদয়কে ২৫০ গ্রাম গাঁজা, এসআই আনোয়া্র হোসেনের নেতৃত্বে একটি টীম চকনজু গ্রাম থেকে মাদক মামলার আসামী খায়রুল ইসলাম, ওয়াসিমকে সাত গ্রাম হেরোইনসহ, এসআই সোহেল রানার নেতৃত্বে একটি টীম কলেজ রোড মীর বাড়ী থেকে মাদক মামলার আসামী গোলাম মোহাইমিনুল তুর্য্যকে ২০ পিচ ইয়াবাসহ, এসআই রিফাত আল আফসানীর নেতৃত্বে একটি টীম কেওয়াটখালী এলাকা থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী মোঃ আলাল উদ্দিন ওরফে বার্মিচ, শাহরিয়ার হোসেন রিফাত, এএসআই শামীমুল হাসানের নেতৃত্বে একটি টীম চুরখাই পাঁচ রাস্তার মোড় ব্র্যাক অফিসের সামনে থেকে অন্যান্য মামলার আসামী মোঃ আঃ রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।