স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ফুলবাড়িয়ার শুশুতি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়ার সকল সামাজিক, সাংস্কৃতিক,ধর্মীয় ও রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী বঙ্গবন্ধুর আদর্শে অবিচলভাবে আস্থাশীল সৃশজনশীল রাজনীতিক ধারক, ফুলবাড়ীয়ার রাজপথ ধরে বিরামহীন ছুটে চলা জনতার জননেতা উপজেলা আওয়ামী লীগের প্রজ্ঞাবান সভাপতি অ্যাড. ইমদাদুল হক সেলিম ভাই।
এ সময় বিশেষ অতিথী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনি, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্টব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথী শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে একটি সুস্থ্য, সামর্থ্যবান জাতি গঠনে ক্রীড়ার নানা দিক নিয়ে তথ্যনির্ভর বক্তৃতা প্রদান করেন।
পরে প্রধান অতিথী, বিশেষ অতিথীগণ খেলায় অংশগ্রহণকারী উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।