ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানাধীন ছলিমাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার অলি মিয়াকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে বলে তাঁর পরিবারের সদস্যরা থানায় অভিযোগ করলে গত ৩১ জানুয়ারী ২০২৩ খ্রিঃ তারিখ বাঞ্ছারামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলা দায়ের এর পর পরই ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মাদ শাখাওয়াত হোসেন মহোদয়ের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার, নবীনগর সার্কেল এর সার্বিক তত্ত্বাবধানে আসামীদের গ্রেফতারের জন্য মাঠে নামে ডিবি ও বাঞ্ছারামপুর থানা পুলিশের সমন্বয়ে একটি চৌকস টিম। মামলা রুজু হওয়ার ১২ ঘন্টার মধ্যেই বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করিয়া সিলেট জেলার কোম্পানিগঞ্জ থানাধীন টুকের বাজার এলাকা থেকে মামলার মূল আসামী ইকবাল হোসেন ও নৈমুদ্দীনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয় মামলার ঘটনার সহিত সরাসরি জরিত থাকার বিষয়ে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।