গতকাল ০৫ ফেব্রুয়ারি রাত অনুমান ১২টা পনর মিনিটে র্যাব-১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকা হতে ঈশ্বরগঞ্জ থানার চাঞ্চল্যকর মোস্তফা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নুর মোহাম্মদ (৪৫) পিতা- মৃত সামসুল হক, সাং-ফতেনগর (আউজহাটি), থানা- ঈশ্বরগঞ্জ , জেলা-ময়মনসিংহকে দীর্ঘ ২৩ বছর পর গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য, ঈশ্বরগঞ্জ থানাধীন ফতেনগরে জমি নিয়ে বিরোধের জেরে গ্রেফতারকৃত আসামী নুর মোহাম্মদ সহ অন্যান্য আসামীরা তাদের চাচা মোস্তফা কামালকে গত ১১ অক্টোবর ১৯৯৯ খ্রি. তারিখে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করে। এ বিষয়ে ভিকটিমের পরিবার ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে এই মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ আদালত আসামী নুর মোহাম্মদ এবং আবুল কাশেমের বিরুদ্ধে দঃ বিঃ ৩০২/৩৪ ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত উক্ত মামলায় আসামী নুর মোহাম্মদ এবং আবুল কাশেমকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। ঘটনার পর হতে গ্রেফতারকৃত নুর মোহাম্মদ দীর্ঘ ২৩ (তেইশ) বছর যাবৎ দেশের বিভিন্ন জায়গায় নিজের পরিচয় গোপন করে গাঁ ঢাকা দিয়ে ছদ্মবেশে পালিয়ে ছিল। এছাড়া উক্ত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অপর আসামী মোঃ আবুল কাশেমকে গত ১৫ নভেম্বর ২২খ্রি. তারিখে র্যাব-১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ কর্তৃক গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঈশ^রগঞ্জ থানার মামলা নং- ১১(১০)৯৯ ধারা-৩০২/৩৪, প্রসেস, ২৬/১৭।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।