শেরপুর জেলা শ্রীবরদী থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ভারতীয় ১০ বোতল মদ সহ ১ জন কে গ্রেফতার করে পুলিশ।
শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান,পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম এর নির্দেশে শ্রীবরদী থানা এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে, মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে শ্রীবরদী থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারি ধারাবাহিকতা ৬ ফেব্রুয়ারি সোমবার ভোর ৪ ঘটিকায় রাঙ্গাজান এলাকা থেকে মাদক ব্যবসায়ী খাড়ামোড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম (৩৫) কে নিষিদ্ধ ভারতীয় ১০ বোতল মদ সহ হাতেনাতে আটক করা হয়। এ ব্যাপারে শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।