ময়মনসিংহ নগরীর আফরোজ খান মডেল স্কুলের অষ্টম বার্ষিকী মিলাদ মাহফিল ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ।
আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) এ মিলাদ মাহফিল ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ নাগরি গণমানুষের নেতা, মাননীয় মেয়র জনাব মো: ইকরামুল হক টিটু। আফরোজ খান মডেল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আফরোজ উদ্দিন খান এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আফরোজ খান মডেল স্কুলের নির্বাহী কমিটির সভাপতি হাসিনা আফরোজ খান,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলার শিবপুর এল. ইউ. আলিম মাদ্রাসা সহকারী শিক্ষক ও আফরোজ খান মডেল স্কুলের প্রাক্তন সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মোঃ আশিকুল ইসলাম, মিলাদ মাহফিল উদযাপন কমিটির আহবায়ক মো: কফিল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে নগর পিতা বলেন, অতি অল্প সময়ের ব্যবধানে ময়মনসিংহ নগরের প্রাণকেন্দ্র নতুন বাজারে অবস্থিত আফরোজ খান মডেল স্কুল অনেক সুনাম অর্জন করেছে।শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে।তিনি প্রতিষ্ঠানটির পাশে সব সময় থাকবেন বলে মত প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের উন্নতি কামনা করেন।অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন স্কুলের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল আরাফ। কোরান তেলাওয়াত শেষে প্রিয় মহা নবী( সা:) এর জীবনী থেকে পাঠ করেন স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ ।