জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ৬৮ বস্তা চিনি ও ৫০ কেজি জিরা উদ্ধারসহ ২ চোরাচালানকারী গ্রেফতার।
এসআই(নিঃ) মোঃ ইকবাল হোসেন পিপিএম সংগীয় অফিসার ফোর্সসহ ধোবাউড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ধোবাউড়া থানাধীন ঘোষগাঁও বাজার থেকে ০৭ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ ১৩.২০ ঘটিকায় ৬৮ বস্তা চিনি ও ৫০ প্যাকেট ৫০ কেজি উদ্ধারসহ চোরাচালানকারী ১। মোঃ মহরম আলী (৪০), পিতা মৃত-আঃ জব্বার, মাতা-হাজেরা খাতুন, সাং-কড়ইগড়া, ২। মোঃ সাত্তার মিয়া (২৮), পিতা মৃত-হাছেন আলী, মাতা-মোছাঃ সখিনা খাতুন, সাং-কালিকাবাড়ী, উভয় থানা-ধোবাউড়া, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
৬৮ বস্তা চিনি ও ৫০ প্যাকেট ৫০ কেজি উদ্ধারের বিষয়ে ২ চোরাচালানকারীর বিরুদ্ধে ধোবাউড়া থানায় মামলা দায়ের করা হয়। আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।