ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ১০ ফেব্রুয়ারী ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া সহ মোট ০৯ জনকে গ্রেফতার করেছে।
এসআই (নিঃ) কামরুল হাসান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন পাটগুদাম এলাকা হইতে দস্যুতার চেষ্টা মামলার আসামী কাজল (২০), পিতা-সেলিম, সাং-বলাশপুর মুক্তিযোদ্ধা আবাসন, ও সাজ্জাদ (২০), পিতা-আঃ মালেক, সাং-বাঘমারা, চান মিয়া বাসার সাথে, এপি/সাং-নিউ কলোনী কৃষ্টপুর মদের ডিপো, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) মনিতোষ মজুমদার এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র কোতোয়ালী মডেল থানাধীন চর গোবিন্দপুর সাকিনস্থ সিটির মোড় জজ মিয়ার চা দোকানের দক্ষিন পার্শ্বে হইতে অন্যান্য মামলার আসামী মোঃ আনোয়ার @ বাবু (৩২) পিতা-মোঃ আবুল কাশেম, মোঃ আল আমিন (২৮), পিতামৃত-নুর মোহাম্মদ, ও মোঃ আজিজুল হক (৪২), পিতামৃত-আঃ জব্বার, সর্ব সাং-চর গোবিন্দপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) কামরুল হাসান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় সরকারী পাকা রাস্তার উপর হইতে অন্যান্য মামলার আসামী সুমন (২২), পিতা-আঃ জলিল, সাং-নারায়ন পাটি, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
ইহা ছাড়াও এসআই(নিঃ)রুবেল মিয়া, এএসআই(নিঃ)রফিকুল ইসলাম এবং এএসআই(নিঃ) ছামিউল হক প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০১টি সিআর ও ০২ জিআর বডি তামিল করেন।
সিআর গ্রেফতারী পরোয়ানায় মোঃ শফিকুল ইসলামকে এবং জিআর গ্রেফতারী পরোয়ানায় শুক্কর আলী (৩৫), ও মোঃ রুবেল মিয়া কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।