নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবি এর অভিযানে ২৮,০০,০০০/- টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী ও লেহেঙ্গা জব্দ করেছে।
গত ১৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ আনুমানিক ০১০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন৩১ বিজিবি এর অধীনস্থ পাঁচগাও বিওপি হতে ০৬ সদস্যের একটি বিশেষ টহল দল কমান্ডার নায়েক মোঃ মেহেদী আলম এর নেতৃত্বে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে গমন করেন। ঐদিন রাত আনুমানিক ০২৩০ ঘটিকায় কিছু সংখ্যক লোক ভারত হতে কাপড়ের গাইট মাথায় করে কলমাকান্দা উপজেলার ৮নং রংছাতি ইউনিয়নের চন্দ্রডিংগা নামক সীমান্ত এলাকায় প্রবেশ করে। বিজিবি টহল দল তাদেরকে দেখতে পেয়ে চ্যালেঞ্জ করলে তারা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। টহল দল কর্তৃক উক্ত স্থান হতে বিপুল পরিমান ভারতীয় উন্নমানের শাড়ী ও লেহেঙ্গা উদ্ধার করা হয়। উক্ত মালামালের আনুমানিক সিজার মূল্য ২৮,০০,০০০/- (আটাশ লক্ষ) টাকা। আটককৃত চোরাচালানী মালামালসমূহ নেত্রকোণা কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।