স্টাফ রিপোর্টার , ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও হত্যা মামলার আসামীসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা’র নির্দেশে বিভাগীয় নগরী ও সদও এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীদেও গ্রেফতাওে নিয়মিত অভিযান চালিয়ে আসছে পুলিশ। এরই অংশ হিসেবে কোতোয়ালী পুলিশ গত ২৪ ঘন্টায় পুলিশ ১১ জনকে গ্রেফতার করে।
এর মাঝে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পরানগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহপুরে ছেলে আব্দুল মতিনের হাতে পিতা জৈন উদ্দিন নিহতের ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে হত্যাকান্ডের একমাত্র আসামী মতিনকে ফুলপুর থেকে থেকে গ্রেফতার করে। সে আদালতে স্বিকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি ছেলে মতিন তার পিতা জৈন উদ্দিনকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এসআই রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি টীম দিঘারকান্দা (ঢাকা বাইপাস) সংলগ্ন মোটরযান কর্মচারী ইউনিয়নের সামনে থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী আকিদুল ইসলাম আকিব, এসআই আনোয়ার হোসেন-২ এর নেতৃত্বে একটি টীম কৃষ্টপুর এলাকা থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী আরিফ হোসেন, এসআই সোহেল রানা, মনিতোষ মজুমদার, এএসআই চান মিয়া সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় পৃথক ভাবে অন্যন্য মামলার আজাহার আলম, মোঃ আঃ রশিদ, মোঃ নাজিম উদ্দিন আহম্মেদ,তাপস সরকারকে গ্রেফতার করে। এছাড়া এসআই মোঃ আশিকুল হাসান, এসআই সোহেল রানা, এএসআই মাসুম রানা, এসআ্ই কামরুল হাসান পৃথকভাবে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ চারজনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ হুরমুজ আলী, মোঃ আরিফুল ইসলাম, মোকছেদ ও মোঃ আসাদুজ্জামান উজ্জলকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।