অদ্য ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ এর সভাপতিত্বে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সার্বিক আইন শৃংখলা ও নিরাপত্তা সংক্রান্ত ভার্চুয়াল সভা (ভিডিও কনফারেন্স) অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম,ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ,বাংলাদেশ মহোদয়।
দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ মহোদয় রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষ হতে সভায় যোগদান করেন।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ এনামুল কবির, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), ময়মনসিংহ রেঞ্জ, আবিদা সুলতানা বিপিএম পিপিএম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশনস্), ময়মনসিংহ রেঞ্জ, মোঃ ফারুক হোসেন,পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ),রেঞ্জ ডিআইজি অফিস, মোহাম্মদ মাহফুজুর রহমান পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) ময়মনসিংহ রেঞ্জ অফিস,জনাব কাজী শাহ্ নেওয়াজ , পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস্) ময়মনসিংহ রেঞ্জ অফিস , ময়মনসিংহ সহ অত্র রেঞ্জের অন্যান্য কর্মকর্তাগন।