বাংলাদেশ সাফ বিজয়ী নারী ফুটবল দলের গোল পোস্টের অতন্দ্র প্রহরী রূপনা চাকমা। নানিয়ারচরের ভূঁইয়াদাম গ্রামে যেখানে ছিল জরাজীর্ণ কুঁড়ে ঘর। সাফ বিজয়ের পর রূপনার জরাজীর্ণ ঘরের ছবি প্রকাশ হলে প্রধানমন্ত্রীর নির্দেশে শুরু হয় নতুন ঘর নির্মাণ।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রূপনার মায়ের হাতে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘরের চাবি হস্তান্তর করেন রাঙামাটি জেলা প্রশাসক। ঘর পেয়ে প্রধানমন্ত্রী প্রতি কতৃজ্ঞতা প্রকাশ করেন রূপনার মা। চাবি হাতে পয়ে রূপনার মা দরজা খুলে আপন মনে ঘুরে ঘুরে দেখেন ঘরের প্রতিটি কক্ষ। পরে জেলা প্রশাসকসহ সকলে মিলে ঘুরে দেখেন ঘরটি।