1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলবাড়িয়ার আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত  - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ত্রিশালে বাইক রাইডার হত্যা পিবিআই কর্তৃক রহস্য উদঘাটন গ্রেফতার ৩ তারাকান্দার শিক্ষক হাবিবুরের বিরুদ্ধে নাশকতার মামলাঃ অনিয়মের বহু অভিযোগ তদন্ত রির্পোটে আসেনি ময়মনসিংহে ডিবির অভিযানে ইয়াবা ও গাজাসহ গ্রেফতার ৪ ময়মনসিংহে চোরের বিক্রি করা মোটরসাইকেল ডিবি পরিচয়ে ছিনতাই নালিতাবাড়ীতে ৬৫০ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার অফিস কক্ষে মিললো আওয়ামী পন্থী কর্মকর্তার মৃত দেহ ময়মনসিংহে তারুণ্যের উৎসব ২০২৫ মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ময়মনসিংহ স্টেশন রোড বিদ্যুৎ বিতরণের মাঠ পর্যায়ে দালালীপনা গ্রাহক ভোগান্তি চরমে লক্ষিপুরের ইউপি সদস্য হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই গ্রেফতার ৪ ময়মনসিংহ কোতোয়ালি পুলিশের অভিযানে গ্রেফতার ৮

ফুলবাড়িয়ার আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত 

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৫৮ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।  ক্রীড়াই বল ক্রীড়াই শক্তি এই শ্লোগান নিয়ে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম বলেন, সারা বাংলাদেশের উন্নয়নের রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোন ষড়যন্ত্র এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারেনাই। শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়েছেন। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনা কাজ করছেন। মহান একুশে ফেব্রুয়ারি সম্পর্কে তিনি বলেন, পৃথিবীর কোথাও ভাষার জন্য কেউ জীবন দেয়নি। একমাত্র বাংলা ভাষার জন্য আন্দোলন হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা ভাষার জন্য প্রতিবাদ করেছন। তিনি আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সকল ক্রীড়া সামগ্রী দেওয়ার ঘোষনা দেন।
আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। সোমবার প্রতিষ্ঠান অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সভায় জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী উন্নয়ন করেছেন। এমন কোন উন্নয়ন নেই যা তিনি করেননি। আগামী নির্বাচনে ফুলবাড়িয়া থেকে যাকে নৌকা দিয়ে পাঠানো হবে আমরা তার পক্ষেই কাজ করবো।
 উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম বলেন, ফুলবাড়িয়ার দক্ষিণাঞ্চলে শেখ হাসিনার সরকারের সময় মোসলেম উদ্দিন এমপির নেতৃত্বে অভাবনীয় উন্নয়ন হয়েছে। জাতীয় নির্বাচন অতি সন্নিকটে। তাই সরকারের এই সব উন্নয়নের কথা জনগনের মাঝে বেশি বেশি করে তুলে ধরতে হবে।
 অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবু, ফুলবাড়িয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ময়েজ উদ্দিন তরফদার, আলহাজ্ব অধ্যাপক আবুল হোসেন, ডাঃ তোফাজ্জল হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য কায়সারুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক কায়সার আহমেদ মিলন, সাংগঠনিক সম্পাদক কেরামত আলী জিন্নাহ, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সাংস্কৃতিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন,  কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ওয়াদুদ আকন্দ দুদু, ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা জবান আলী,  ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক শেখ সেলিম কাজল, ওয়ারেন্ট অফিসার আব্দুস সালাম, এমদাদুল হক পলাশ, রাকেশ মল্লিক, মামুনুর রশীদ মামুন, উপজেলা কৃষক লীগের আহবায়ক মাসুদ আলম লিটন। অনুষ্ঠানের সার্বিক সহায়তায় ছিলেন প্রতিষ্ঠান প্রধান ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুর রেজ্জাক।
জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ফুলবাড়িয়ায় পৌছলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ স্বাগত জানান। পরে জেলা আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ আছিম বাজারে পৌছলে ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়। পরে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ ক্রীড়ানুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD