গত ২০ ফেব্রুয়ারি ২০২৩খ্রি. তারিখ রাত অনুমান ২১.২০ ঘটিকার সময় র্যাব-১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকা হতে ঈশ্বরগঞ্জ থানার চাঞ্চল্যকর বাচ্চু হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আবুল মনসুর (৪৮) পিতা- মৃত জালাল উদ্দিন, সাং- পস্তারী, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহকে দীর্ঘ ২০ বছর পর গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য, ঈশ্বরগঞ্জ থানাধীন পস্তারী গ্রামে জমি-জমা নিয়ে বিরোধের জেরে গ্রেফতারকৃত আসামী আবুল মনসুর সহ অন্যান্য আসামীরা তাদের প্রতিবেশী আব্দুল কাদেরের ছেলে মোঃ বাচ্চু মিয়া (২৫) কে গত ০২ ডিসেম্বর ২০০৩ খ্রি. তারিখে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করে। এ বিষয়ে ভিকটিমের চাচা আব্দুল জলিল বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঈশ্বরগঞ্জ থানার মামলা নং- ২(১২)০৩, প্রসেস নং-৮৬/১৯, ধারা-৩০২/৩৪ পেনাল কোড। পরবতর্ীতে এই মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে গত ২২/০৭/২০১৯খ্রি. বিজ্ঞ আদালত আসামী আবুল মনসুরসহ তার ভাই বাচ্চু, তার পিতা জালাল উদ্দিন এবং তার মাতা আহার বানুদের বিরুদ্ধে বাদীর আনীত অভিযোগ দঃ বিঃ ৩০২/৩৪ ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত গ্রেফতারকৃত আসামী আবুল মনসুর, বাচ্চু, জালাল উদ্দিন, আহার বানুদের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। ঘটনার পর হতে গ্রেফতারকৃত আবুল মনসুর দীর্ঘ ২০ (বিশ) বছর যাবৎ দেশের বিভিন্ন জায়গায় নিজের পরিচয় গোপন করে গাঁ ঢাকা দিয়ে ছদ্মবেশে পালিয়ে ছিল।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।