ময়মনসিংহ :: নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবি কর্তৃক গতকাল ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১০ থেকে সাড়ে বারোটা পর্যন্ত নারী, শিশু ও মানব পাচারের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এর প্রতিরোধে করণীয় সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে ময়মনসিংহ সেক্টরসহ অধীনস্থ সকল ব্যাটালিয়ন হতে জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর ৩০ জন সৈনিক অংশগ্রহণ করেন। বর্ণিত সেমিনারে প্রশিক্ষক হিসেবে জনাব মোঃ আব্দুর রউফ, উপ পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, নেত্রকোণা নারী, শিশু ও মানব পাচারের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং এ সংক্রান্ত ভিডিও চিত্র প্রদর্শন করে সকল প্রশিক্ষণার্থীদের দেখানো হয়।
উক্ত সেমিনারে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুর রহমান, পিএসসি সীমান্তের ১৫ টি বিওপির সর্বমোট ৯২.৬০ কিলোমিটার দায়িত্বপূর্ণ এলাকায় মাদক, চোরাচালানী এবং নারী, শিশু ও মানব পাচারবন্ধে বিজিবি’র কঠোর অবস্থানের কথা তোলে ধরেন। এছাড়াও ভবিষ্যতে নেত্রকোণা সীমান্তে এ ধরণের অপরাধ কঠোরভাবে দমন করা হবে বলেও জানান।