ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে ৩ মাসের সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত অপরাধের দায়ে আকরামুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, আদালতের পরোয়ানা ভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই অংশ হিসেবে পুলিশ অভিযান পরিচালনা করে আকরামুল ইসলামকে গ্রেফতার করেছে। এএসআই রেজাউল করিম, সঙ্গীয় এসআই আনোয়ার সহ গোপন সংবাদে পরানগঞ্জ বাজার এলাকা থেকে ৩ মাসের সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত অপরাধের মামলার আসামী আকরামুল ইসলামকে গ্রেফতার করেন।