স্টাফ রিপোটার, ময়মনসিংহ। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ময়মনসিংহ এডওয়ার্ড ইনস্টিটিউশনে বিদ্যালয় প্রাঙ্গনে নৃত্যানুষ্ঠান, ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।
প্রধান অতিথি বক্ত্যবে ইকরামুল হক টিটু বলেন, সিটি মেয়র প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে বলেন, শিক্ষিত জাতি গঠনের জন্য তিনি শিক্ষাব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক একাডেমিক ভবন নির্মাণের পাশাপাশি শিক্ষার গুণগত মানও উন্নত করেছেন। শিক্ষা ভিত্তি ব্যবাস্থা করেছেন।
আরো বলেন, নিজেদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি চর্চা ও সামগ্রিক জ্ঞানচর্চায় নিবেদিত থাকতে হবে। তবেই জীবনে পূর্ণতা আসবে। স্কুলের সুশৃঙ্খল পরিবেশ ও শিক্ষার্থীদের লেখাপড়ার মান এবং সার্বিক ফলাফলে সন্তোষ প্রকাশ করেন এ এই ধারাবাহিকতা ধরে রাখতে সংশ্লিষ্ট শিক্ষকদের নির্দেশনা প্রদান করেন। খেলা ধূলা দেহ ও মনকে সতেজ রাখে। লেখা-পড়ার পাশা পাশি খেলার প্রতি সমান মনোযোগি হতে হবে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট সাদেক খান মিল্কি টজু, সাবেক মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক রিপন,১৭নং ওয়ার্ড কাউন্সিলর কামাল খান, স্কুলের প্রধান শিক্ষক খসরু বিন সাহাব, ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনিছুজ্জামান খান মিঠুন,সাধারণ সম্পাদক মেহেদী পারভেজ রানা,১৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক বরকত খান প্রমুখ।