ময়মনসিংহে মাদক সেবীরা মাদকাসক্ত ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় তাহাদের পুরস্কৃত করে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহন করেছেন কোতোয়ালী মডেল থানার পুলিশ। স্বাধীনতার পর থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দের এধরণের মানবিক একাধিক কাজে এজেলায় ব্যাপক সুনাম রয়েছে । দায়িত্ব পালনেও রয়েছে নানা ধরনের সফলতা ।
অদ্য ইং ২৭ ফেব্রুয়ারি বিকাল অনুমান ১৬.০০ ঘটিকায় জনাব মোহাম্মদ শাহ কামাল আকন্দ, পিপিএম (বার), অফিসার ইনচার্জ, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর উদ্যোগে কোতোয়ালী মডেল থানায় আবু সাঈদ(৪০), পিতা-মৃতঃ আজিজুর রহমান, সাং-খাগডহর ঘুন্টি, মোঃ ফারুক হোসেন(৪১), পিতামৃতঃ আঃ রহিম, সাং-কাঠগোলা বাজার, লাল চান(২৮), পিতা-আঃ রহিম হিরা, সাং-ঢোলাদিয়া, তালতলা, মাহবুবুল আলম সোহাগ (৩৫), পিতা-মোঃ ফজলুল করিম, সাং-জেল রোড, কাশর, ও মোঃ হুমায়ুন কবির(৪০), পিতা-মোঃ হামিদ মিয়া, সাং-সানকিপাড়া মাজার শরীফ রোড, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহরা মাদকাসক্ত থাকা অবস্থায়, মাদক নিরাময় কেন্দ্র হইতে সেবা গ্রহন করে বর্তমানে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় অফিসার ইনচার্জ, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ তাহাদের ফুল দিয়ে বরন করে ধন্যবাদ জ্ঞাপন সহ মাদকের কু-ফলতা সম্পর্কে আলোচনা ও সুস্থ্য, সুন্দর স্বাভাবিক জীবন যাপনের জন্য সু-পরামর্শ প্রদান করেন। ইহা ছাড়াও সুস্থ্য জীবনে ফিরে আসায় তাহাদের পুরস্কৃত করা সহ কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।