1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
লাহেড়ী পাড়ায় ১৩৪তম উঠান বৈঠকে সালমা - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ত্রিশালে বাইক রাইডার হত্যা পিবিআই কর্তৃক রহস্য উদঘাটন গ্রেফতার ৩ তারাকান্দার শিক্ষক হাবিবুরের বিরুদ্ধে নাশকতার মামলাঃ অনিয়মের বহু অভিযোগ তদন্ত রির্পোটে আসেনি ময়মনসিংহে ডিবির অভিযানে ইয়াবা ও গাজাসহ গ্রেফতার ৪ ময়মনসিংহে চোরের বিক্রি করা মোটরসাইকেল ডিবি পরিচয়ে ছিনতাই নালিতাবাড়ীতে ৬৫০ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার অফিস কক্ষে মিললো আওয়ামী পন্থী কর্মকর্তার মৃত দেহ ময়মনসিংহে তারুণ্যের উৎসব ২০২৫ মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ময়মনসিংহ স্টেশন রোড বিদ্যুৎ বিতরণের মাঠ পর্যায়ে দালালীপনা গ্রাহক ভোগান্তি চরমে লক্ষিপুরের ইউপি সদস্য হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই গ্রেফতার ৪ ময়মনসিংহ কোতোয়ালি পুলিশের অভিযানে গ্রেফতার ৮

লাহেড়ী পাড়ায় ১৩৪তম উঠান বৈঠকে সালমা

আজিজুল ইসলামঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বর্তমান সরকারের উন্নয়ন তৃণমূল পর্যায়ে প্রান্তিক এলাকার জনগণের দোরগোড়ায় উপস্থাপন ও তাদের খোঁজ খবর নিতে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে উঠান বৈঠক করে যাচ্ছেন সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেত্রী ও ময়মনসিংহ – ৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সেলিমা বেগম সালমা। বর্তমান ফুলবাড়ীয়ায় সরকার দলের রাজনীতিতে উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার ১২৬টি ওয়ার্ডের বিভিন্ন অঞ্চল, পাড়া ও গ্রামের আনাচে কানাচে উঠান বৈঠক এবং পথসভার মাধ্যমে ব্যপক আলোচনায় আছেন সেলিমা বেগম সালমা। তারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার পৌর এলাকার ১নং ওয়ার্ডের লাহেড়ী পাড়ায় ১৩৪তম উঠান বৈঠকে অংশ নেন তিনি। স্থানীয় তৃণমূল আওয়ামী লীগ ও সালমা সমর্থিত নেতৃবৃন্দের আয়োজনে উঠান বৈঠকে অংশ নেন আশেপাশের মহিলা ভোটাররা। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সাধারণ জনগণ আর দলীয় নেতাকর্মীদের মাঝে দুরত্ব কমে আসে এবং জনগণের মাঝে প্রকৃত নেতৃত্বের বহিঃপ্রকাশ ঘটে। তৃণমূল পর্যায়ের উঠান বৈঠকে অংশ নেওয়া ভোটাররা বেশ প্রানবন্ত। তারা জানান, বিগত সময়ে কোন নেতৃবৃন্দ এভাবে তাদের খোঁজ খবর নেননি। তাই তারা সেলিমা বেগম সালমাকে ধন্যবাদ জানান। সেলিমা বেগম সালমা বলেন, সরকারের উন্নয়ন প্রচার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উপজেলার ১২৬টি ওয়ার্ডের বিভিন্ন অঞ্চলে উঠান বৈঠক করা হচ্ছে। এসময় তিনি ৭৫ পরবর্তী বাংলাদেশের চিত্র ও এই সরকারের আমলে বিভিন্ন নাগরিক সুবিধা বর্ণনা করেন। শেখ হাসিনা সরকার করোনা ভাইরাস প্রতিরোধে সফল হয়েছে দাবী করে সেলিমা বেগম বলেন, বিদেশ থেকে টিকা সরবরাহ করে সাধারণ মানুষকে দিয়েছে এই সরকার। এটা শুধু শেখ হাসিনার সরকার বলেই সম্ভব হয়েছে। আওয়ামী লীগ সরকার যোগাযোগ ব্যবস্থার ব্যপক উন্নয়ন সাধন করেছে বলেও মন্তব্য করেন সালমা। বিদ্যুৎ ব্যবস্থাতেও অকল্পনীয় উন্নয়ন করেছে বর্তমান সরকার এবং কৃষি খাতেও সরকারি নজরদারি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। গ্রাম আর শহরের জীবনযাপনে তেমন কোন পার্থক্য নেই। মানুষ এখন তথ্য প্রযুক্তির আওতায় মাধ্যমে সুবিধা ভোগ করছে। সম্পদশালী আর দরিদ্রের পার্থক্য কমে গেছে, উন্নত হয়েছে মানুষের জীবন মান। তাই উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখার জন্য আবারো নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন সাবেক এই ছাত্রলীগ নেত্রী। আগামী সংসদ নির্বাচনে ভোটারদের কেন্দ্র মুখি করতে ও জামাত বিএনপি কর্তৃক আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার রোধে কাজ করছেন সালমা। তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে। মানুষের ভোটাধিকারে বিশ্বাস করে। মানুষ সন্ত্রাস, দুর্নীতি চায় না। তারা সুখে শান্তিতে থাকতে চায়। এসময় আগামী নির্বাচনে ফুলবাড়ীয়া আসনটি শেখ হাসিনাকে উপহার দিবেন বলেও প্রত্যাশা করেন সেলিমা বেগম সালমা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD