স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কে এম খালিদ এমপি বলেছেন, আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে আগমন উপলক্ষে মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগ সকল প্রস্তুতি নিয়েছে। সমাবেশকে সফল করতে এই মুক্তাগাছা আওয়ামী লীগ সবচেয়ে বড় ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ১১ই মার্চ ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে আগমন উপলক্ষে মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।প্রতিমন্ত্রী আরো বলেন, মুক্তাগাছা আওযামী লীগ এক ও অভিন্নভাবে এই সমাবেশে যোগ দেবে। আমাদের ছাত্র সংগঠন, যুব সংগঠন, কৃষক সংগঠনসহ আরো যত অঙ্গ সংগঠন রয়েছে সবাই আমরা আওযামী লীগের পতাকা তলে যাবো। কেউ যেন আলাদা ব্যানার বা ফেস্টুন নিয়ে না যাই। ব্যানার বা ফেস্টুনে শুধু জাতির পিতা এবং প্রধানমন্ত্রীর ছবি থাকবে। ব্যানার বা ফেস্টুনটি সুসংগঠিত মুক্তাগাছা উপজেলা আওযামী লীগের পক্ষ থেকে থাকবে। আমাদেরকে আপনারা ভালোবাসেন, চিনেন, এতেই আমরা খুশি। ব্যানার বা ফেস্টুনে আমাদের কোনো ছবি দরকার নেই।
প্রতিমন্ত্রী আরো বলেন, ২০০৮ সালে প্রধানমন্ত্রী এই মুক্তাগাছায় এসেছিলেন। সে সময়ের এত বড় জনসমাগম মুক্তাগাছার ইতিহাসে আর কখনো দেখা যায়নি। ঐ জনসমাবেশে প্রধানমন্ত্রী বলেছিলেন, মুক্তাগাছার উন্নয়নের দায়িত্ব আমি নিলাম, খালিদ বাবুকে আপনাদের হাতে রেখে গেলাম। সেই কথা মনে করে আমি বলতে চাই, সত্যিই দীর্ঘ পথপরিক্রমায় আজকের এই মুক্তাগাছায় উন্নয়নের জোয়ার বইছে। এই উপজেলায় এক হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান, এটি একটি অসাধারণ বিষয়। স্বপ্নে গাথা মুক্তাগাছা বিনির্মাণে নেতাকর্মীদের ঐক্য ও সম্প্রীতির রাজনীতি করতে তিনি আহ্বান জানান।
প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি’র সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভায় এছাড়া বক্তৃতা করেন উপজেলা আওযামী লীগের সিনিয়র সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আরব আলী, মহিলা ভাইস চেযারম্যান মুর্শিদা আক্তার কাকলী, জেলা পরিষদ সদস্য মাহাবুবুল আলম মনি। পৌরসভার মেয়র ও উপজেলা আওযামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন সরকারের সঞ্চালনায় সভায় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগন বক্তব্য রাখেন।
সভায় মুক্তাগাছা উপজেলার ইউনিয়নসমূহের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ এবং উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।