ময়মনসিংহ নগরীর ছোট বাজার এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সুরুজ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মো: মজিবুর রহমান এর ভাই মোঃ মোস্তাফিজ রহমান বাদী হয়ে গত শুক্রবার কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করে, যার মামলা নং-০৫ তাং ০৩-০৩-২০২৩ ইং ধারা ৪০৮/৪২০/৩৮০ পেনাল কোডে রুজু হয়, অভিযোগ উল্লেখ্য করেন আসামী সবুজ দোকানে ডিও শ্লিপ ব্যবহার করে বিভিন্ন সময় প্রতারনা করে চাল বস্তা নিয়ে গেছে বলে জানান বাদী মোস্তাফিজ রহমান, পরে বাদীর দেওয়া তথ্যমতে অভিযান পরিচালনা করে ১৮ বস্তা চাউল উদ্ধার করে পুলিশ, উদ্ধার হওয়া ১৮ বস্তা চালের বাজার মূল্য ৪৪১০০ টাকা বলে জানাযায়, এমন প্রতারকের সঠিক আইনী ব্যবস্থা করে কঠিন কঠিন শাস্তির জন্য প্রশাসনকে আবেদন জানান ছোট বাজার এলাকার সর্ব মহলের ব্যবসায়ীগণ।
ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের বিশেষ অভিযানে ভয়ংকর এক চোর চক্রের এক সদস্যকে কোতোয়ালী থানার সাব- ইন্সপেক্টর মোঃ রুবেল মিয়ার নেতৃত্বে গত ৩ মার্চে বিশেষ অভিযানে ময়মনসিংহে শম্ভুগঞ্জে সবজিপাড়ার ওয়াজেদ আলী পুত্র মোঃ সবুজ মিয়া(২৮) কে আটক করে, আটক হওয়া আসামীর দেওয়া তথ্য মতে কোতোয়ালী থানার ছোট বাজারে সুরুজ এন্টারপ্রাইজ থেকে চুরি করে নেওয়া চাল ১৮ বস্তা উদ্ধার হয়, বাকী আসামীদের আটক করা জন্য অভিযান চলমান আছে, এবং আটক আসামীকে শুক্রবারে আদালতে প্রেরন করে ৫ দিনের রিমান্ড আবেদন করে বলে জানান এস আই রুবেল মিয়া।