স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহমেদ ভুঞা’র নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতারে নিয়মিত অভিযান চলছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর মাঝে এসআই মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টীম কেওয়াটখালী রেলওয়ে কলোনীর গ্রামীন টাওয়ারের সামনে থেকে মাদক মামলার আসামী মোঃ আইনুল, নূপুরকে হেরোইনসহ, এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টীম চরপাড়া এলাকা থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী আনোয়ার হোসেন ওরফে কাইল্যা ওরফে সকাল, এসআই উমর ফারুকের নেতৃত্বে একটি টীম বেগুনবাড়ী এলাকা থেকে অপহরন মামলার আসামী তোফাজ্জল হোসেন, বিউটি আক্তার, এসআই অসীম কুমার দাসের নেতৃত্বে একটি টীম ফুলপুরের রূপসি থেকে নারী ও শিশু নির্যাতন মামলার আসামী শাহরিয়ার হোসেন শান্ত, এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি টীম কাচারী রোড এলাকা থেকে চুরি মামলার আসামী মোঃ মেহেদী হাসানকে গ্রেফতার করে।
এছাড়া এএসআই হযরত আলী এবং এএসআই আঃ সাত্তার পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আরো দুইজনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ লেকত আলী ও মোঃ রতন মিয়া। তাদেরকে শনিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।