ময়মনসিহের ধোবাউড়ায় যথাযোগ্য মর্যাদায় ২৫সে মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে।
২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শনিবার
সকালে তারাই কান্দি বদ্ধ ভূমিতে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা অঞ্জলী নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম ও উপজেলা নির্বাহী অফিসার নিশাত শারমিন।
দিবসটি পালন উপলক্ষে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । প্রমাণ্যচিত্র প্রদর্শন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন প্রচার,শহীদদের আত্নার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। বিভিন্ন অফিস আবাসিক এলাকায় প্রতিকী ব্ল্যাক আউট করা হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে হলরুম মিলনায়তনে নিশাত শারমীনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন আনসার ভিডিপি অফিসার নৃপেন্দ্র চন্দ্র বর্মন, উপজেলা প্রকৌশলী আবু বকর ছিদ্দিক, সি এ তোফায়েল আলম, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মনোয়ার হোসেন,বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, সন্তান কমান্ড খোকন মন্ডল, মাওলানা ইসমাঈল হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র ছাত্রী ও শিক্ষক বৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।
সঞ্চালনায় ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার জহির আহমেদ।