স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। সকালে দলীয় নেতাকর্মীরা পৌর ভবনের সামনে জমায়েত এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শামছুল হুদা, সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, এডভোকেট আবুল কাশেম মুছা, অধ্যাপক আবুল হোসেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য কৃষিবিদ মোঃ আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বাবলু, কেরামত আলী জিন্নাহ, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,
প্রচার ও প্রকাশনা সম্পাদক খাইরুল ইসলাম, ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জবান আলী, দেওখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন নীশি, যুবলীগের আহবায়ক মোঃ আব্দুল কদ্দুস, যুগ্ন আহবায়ক মঞ্জরুল হক রাসেল, কৃষকলীগের আহবায়ক মাসুদ আলম লিটন, যুগ্ম আহবায়ক জামেল আহমেদ, যুবমহিলা লীগের সঙ্গিতা রানী সরকার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক আলী আহাম্মদ রোকন, তাতীলীগের আহবায়ক চান মিয়া, সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা সুজন রতন দে সহ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, তাতীলীগ, শ্রমিকলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিছিল পুর্ব আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হলে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনা ফুলবাড়িয়া সহ সারাদেশে ব্যাপক উন্নয়ন করেছে। এই উন্নয়ন বেশি করে প্রচার করতে হবে। তিনি আরো বলেন, বিএনপি জামাত উন্নয়নকে বাধাগ্রস্ত করতে দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে। বিশৃঙ্খলা প্রতিরোধ করতে নেতাকর্মীদের আরো সুসংগঠিত হতে হবে। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে তিনি বলেন, দল, রাষ্ট্র এবং জাতীয় স্বার্থে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ফুলবাড়িয়া আসন থেকে যাকেই এম পি হিসেবে দেখতে চাইবেন উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে তার পক্ষেই কাজ করবে। ইতিহাস প্রমান করে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না। ফুলবাড়িয়াতেও নৌকাকে হারাতে পারবে না।
পরে একটি মিছিল শুরু হয়ে সারা বাজার প্রদক্ষিণ করে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।