পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লা পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ মার্চ ২০২৩ খ্রিঃ) নিউ মার্কেটের ৫ম তলায় নিজস্ব অফিসে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের সভাপতি
মোঃ জুনায়েদ সিকদার তপুর সভাপতিত্বে ও সহ-সভাপতি মোঃ মনির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দোকান মালিক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপস,
প্রেস ক্লাব ক্রিড়া সম্পাদক আরিফ সেলিম ওপেল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাংবাদিক সাইফ উদ্দিন রনি, কুমিল্লা পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার,সহ- সভাপতি মোঃ মনির হোসেন, সহ-সভাপতি মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন, দৈনিক কুমিল্লার আলো পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন কনক,সমতটের কাগজ পত্রিকার সম্পাদক জামাল উদ্দিন দামাল, মেঘনা টিভির ব্যবস্থাপনা পরিচালক এইচ এম মহিউদ্দিন সহ আরো অনেকে।
এসময় আরো উপস্থিত ছিলেন,সংগঠনের সাংগঠনিক সম্পাদক রবিউল বাশার খান, অর্থ সম্পাদক ফেরদৌস মাহমুদ মিঠু, দপ্তর সম্পাদক গাজী মোঃ রুবেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফুল ইসলাম সুমন,প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ওমর শারিদ বিধান, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নারায়ন কুন্ড
নির্বাহী সদস্য মোঃ মনির হোসেন, হুমায়ুন কবির, শাহিন মিয়া,মোঃ সাইদুর রহমান সোহাগ,মোঃ তুহিন আহমেদ মোঃ শাহ আলম মজুমদারসহ আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের কো-সভাপতি মোঃ বাবর হোসেন।