ময়মনসিংহের ফুলপুরের ছনধরা ইউনিয়নের বাঁশাটি পূর্ব পাড়া গ্রামে আজ ২৯শে মার্চ বুধবার এক অর্ধ গলিত মহিলার মরদেহ উদ্ধার করা হয়৷ পরিবারের পক্ষ থেকে জানানো হয় গত ২৬ মার্চ সে নিখোঁজ হয়। এব্যাপারে হারানো জিডি করা হয়েছে কিনা তার স্পষ্ট উত্তর দেয়নি।
জানা যায় – বাঁশাটি মধ্যপাড়া সাকিনে জনৈক আহম্মদ আলীর ভুট্টা ক্ষেত থেকে একজন মহিলার মরদেহ পাওয়া যায়, সংবাদের ভিত্তিতে ফুলপুর থানার অফিসার্স ইনচার্জ ওসি আব্দুল্লাহ্ আল মামুন তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে অর্ধগলিত এক বিকৃত লাশ দেখতে পায়।
পরবর্তীতে জনৈক সুফিয়া খাতুন স্বামী কফিল উদ্দিন সাং-হরিনাদী জানতে পেয়ে ঘটনাস্থলে এসে মহিলার লাশ শনাক্ত করে৷ মৃত রাশিদা বেগম ২৬/০৩/২৩ইং সন্ধ্যা অনুমানিক ৬টা ৩০ মিনিটে বাড়ি থেকে বের হলে আর বাড়ি ফিরেনি৷ অনেক খোঁজাখোঁজির পরও তাকে আর কোথাও না পেয়ে আজ তার লাশ উদ্ধার৷
এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান।