স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা পুলিশের ১নং ফাড়ি ইনচার্জ এসআই আনোয়ার হোসেন পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পাওয়ায় তাঁকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা। রবিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার তাকে পদোন্নতি জনিত এই র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম, শাহীনুল ইসলাম ফকির, কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ, ডিবির ওসি সফিকুল ইসলাম, পাগলা থানার ওসি রাশেদুজ্জামান উপস্থিত ছিলেন। পরে সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন তার কর্মস্থল ১নং ফাড়ি এলে ফাড়ির অন্যান্য সহকর্মীরা তাকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানান। উল্লেখ্য এস আনোয়ার হোসেন গত ৩০ মার্চ,২০২৩ তারিখে পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয়েছেন।