ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে মোটর সাইকেলে অভিনব কায়দায় নিয়ে যাওয়ার সময় স্বামী-স্ত্রীকে ৬০ বোতল ফেনসিডিলসহ একটি মোটরসাইকেল আটক করেছে।
জানা গেছে, ময়মনসিংহ কোতোয়ালী থানার এসআই – মিনহাজ, এসআই – নিরুপম নাগ, এ এস আই – সুজন সাহা, কনস্টেবল – জোবায়েদ হোসেন, কনস্টেবল – মিজানুর রহমান, গোপন সংবাদের ভিত্তিতে যানবাহন চেকিংয়ের সময় অত্র থানাধীন চকছত্রপুর গুদারাঘাট অবস্থান করে চেকপোষ্ট করা কালীন সময়ে মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রীকে যাওয়ার সময় মোটরসাইকেল দাঁড়ানোর সংকেত দেয়, পরবর্তী তাদের চেক করা হলে বাদল চৌধুরী ওরফে টুন্ডা বাদল (৫৫), রুমা আকার ইতি (২৫) এদের৷ কাছ থেকে ও অভিনব কায়দায় মটর সাইকেলের সীটের নিচে ও তেলের ট্যাংকির নিচ থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) – শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে, আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।