স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়িয়া উপজেলা শাখার বাক্তা নাওগাও এবং রাঙ্গামাটিয়া ইউনিয়নে ওয়ার্ড কমিটির কার্যকরী কমিটির পৃথক সভা হয়। শনিবার সকালে বাক্তা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে নিশ্চিন্তপুর নতুন বাজার, দুপুরে নাওগাও ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শাপলা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এবং বিকালে রাঙ্গামাটিয়া ইউনিয়নের হাতিলেইট উচ্চ বিদ্যালয়ে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা হয়।
বাক্তার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুরুজ বাঙালির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সঞ্চালনায় এই সভা হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, সহ সভাপতি ময়েজ উদ্দিন তরফদার, অধ্যাপক আবুল হোসাইন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, বাক্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক নাজমুল হক সোহেল উপস্থিত ছিলেন।
নাওগাও ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক পুলিন চন্দ্র দাসের সভাপতিত্বে পলাশ বালিকা উচ্চ বিদ্যালয়ে কার্যকরী কমিটির সভা হয়। সভায় উপজেলা আওয়ামী লীগ ও নাওগাও ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম সদস্য আনোয়ারুল হক তালুকদার মঞ্জু, নাওগাও ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের তৃণমূলকে আরো শক্তিশালী ও দায়িত্বশীল এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে দৃঢ়
করতে গঠনতন্ত্র ও কেন্দ্রীয় কমিটি এবং জেলা আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক ফুলবাড়িয়ার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা হচ্ছে। তৃণমূলে দল সংগঠিত থাকলে যতই ষড়যন্ত্র হোক না কেন আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। ২০২৪ সালের নির্বাচনকে সামনে রেখে দলীয় সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলকে গতিশীল করতে কাজ করছেন। ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ একইভাবে দলের গঠনতন্ত্র মোতাবেক ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সভা করছে। আগামীতে প্রতিটি ওয়ার্ডে ৩ মাস অন্তর অন্তর কার্যকরী সভা করতে হবে, উপজেলা আওয়ামী লীগ সেই চেষ্টা করছে। নেতৃবৃন্দ আরো বলেন, গত ১৫ বছরে সারা দেশের মত ফুলবাড়িয়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নগুলো বেশি করে প্রচার করতে হবে। বিএনপির অপপ্রচারের বিরুদ্ধে কঠোর ভুমিকা নিতে হবে। এছাড়া নেতৃবৃন্দ পুটিজানা ইউনিয়নের বেরিবাড়ি ঈদগাহ মাঠে বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের নামাজে জানাজায় অংশ নেন।