![](https://mymensingherkhobor.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
গত ৯ এপ্রিল, ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া সন্দিগ্ধ ০২ জন ডাকাতসহ মোট ২০ জন আসামীদের গ্রেফতার করেছে।
এসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকা হইতে ডাকাতির চেষ্টা মামলায় সন্দিগ্ধ মোঃ হানিফ (৩৯) ও মোঃ আল আমীন ওরফে জনি (৩০) ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) মোঃ আজগর আলী এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পচাপুকুর পাড়া সাকিনস্থ জনৈক শামীম এর ভাঙ্গারির দোকানের সামনে রাস্তার পাশ হইতে মোঃ রাজিব আহম্মেদ রুবেল ওরফে কাইল্লা রুবেল (৩২) ও মোঃ হযরত আলী (২৩) (০৫+০৫) = ১০(দশ) গ্রাম নেশাজাতীয় হেরোইন এবং মাদক বিক্রির বিভিন্ন নোটের মোট ১,৭০০/ (এক হাজার সাতশত) টাকাসহ গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) শারমীন জাহান শাম্মী এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানা এলাকা হতে অন্যান্য মামলার মিজান খান (৩০)ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। এসআই (নিঃ) হারুনুর রশিদ এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী
মডেল থানাধীন বেগুন বাড়ী রেল স্টেশনের পাশ হতে রেললাইনের পাত চুরির ঘটনার সহিত জড়িত জোবায়ের হোসেন জনি (৩৪) ও তাইজ উদ্দিন (৩০)কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) মুহাম্মদ জহিরুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া
কোতোয়ালী মডেল থানাধীন হিরনপলাশিয়া এলাকা হইতে মোটরসাইকেল চুরি মামলার এজাহারনামীয় একমাত্র আসামী মোঃ রানা মিয়া (৩০)কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) মোঃ তাইজুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় কোতোয়ালী মডেল থানাধীন ভাবখালী কচুয়ার পাড় সাকিনস্থ জনৈক জুলহাস, পিতা- আসর আলীর মরিচ ক্ষেতের ভিতর ফাকা জায়গায় কতিপয় জুয়ারী টাকার বিনিময়ে প্রকাশ্যে তাস দ্বারা জুয়া খেলারত অবস্থায় জুয়ারী মোঃ আবু সাঈদ (২৯) ও মোঃ আনোয়ার হোসেন (২৮) ময়মনসিংহদ্বয়কে আটক করেন এবং তাহাদের নিকট হতে নগদ ৪০০/- (চারশত) টাকাসহ মোট ৫২টি বিভিন্ন রংয়ের ছাপানো তাস উদ্ধার করা হয়।
এছাড়াও এসআই(নিঃ) মনিতোষ মজুমদার সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় কোতোয়ালী মডেল থানাধীন চরহরিপুর সাকিনস্থ মোঃ আঃ রাজ্জাক, পিতা- মিয়া হোসেন এর ফিসারীর পাড়ে ফাকা জায়গায় হইতে জুয়ারী টাকার বিনিময়ে প্রকাশ্যে তাস দ্বারা জুয়া খেলারত অবস্থায় জুয়ারী মোঃ আজহারুল (৩৫), মোঃ এমদাদুল হক (২৪), মোঃ রুবেল মিয়া (২৮), মোঃ জিয়া (২৮), মোঃ রুহুল আমিন (২৯), মোঃ শফিকুল ইসলাম (৩৫), মংলা (৫০) ও মোঃ মোশারফ হোসেন (১৯), ময়মনসিংহদের আটক করেন এবং তাহাদের নিকট হতে নগদ ৮০০/- (আটশত) টাকা যাহার মধ্যে ১০০/-টাকার নোট ০৪টি, ৫০/-টাকার নোট ০৩টি, ২০/- টাকার নোট ১০টি, ১০/-টাকার নোট ০৫টি, জুয়া খেলায় ব্যবহৃত ৫২টি বিভিন্ন রংয়ের ছাপানো তাস একটি প্লাষ্টিকের চট এবং ০২টি মোমবাতি উদ্ধার করা হয়।
এএসআই(নিঃ) নূরে আলম এএসআই (নিঃ) সাত্তার সংগীয় ফোর্সদের সহায়তায় অত্র থানা এলাকা হতে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোফাজ্জল হোসেন ও মোঃ সাঈদ (২৪), ময়মনসিংহদ্বয়দের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা
হইয়াছে।