স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ জাতির জনক বঙ্গবন্ধুর একান্ত সচিব ও সাবেক সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব মাহে আলম (৮২) শুক্রবার সোয়া বারটায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …..রাজিউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা নাতি নাতনী কন্যা জামাতাসহ অসংখ্য গুণগ্রাহী-বন্ধুবান্ধব রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত শুক্রবার বাদ জুম্মা ধানমন্ডির ৭নং রোডস্থ বায়তুল আমান জামে মসজিদে প্রথম নামাজে জানাযা এবং বাদ আছর মুন্সিগঞ্জের শ্রীনগরের রাঢ়িখাল গ্রামের বাড়িতে দ্বিতীয় নামাজে জানাযাশেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মরহুম মাহে আলম ১৯৪১ইং সালে ঢাকায় জন্মগ্রহণ করেন।
শৈশবে তিনি মাকে হারান, ফলে ময়মনসিংহে তিনি চাচির কাছে মাতৃস্নেহে লালিত পালিত হন। তিনি ময়মনসিংহের অন্যতম সেরা মৃত্যুঞ্জয় স্কুল হতে ১৯৫৫ ইং সালে মেট্টিক পাস করেন। পরে তিনি ঢাকা কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করেন। ১৯৬৬ সালে তিনি তৎকালীন সিভিল সার্ভিসে যোগদান করেন। ১৯৭২-৭৩ সময়কালে প্রধানমন্ত্রীর একান্ত সচিব পদে কর্মরত থাকাকালে তিনি বঙ্গবন্ধুর নিবিড় সান্নিধ্যলাভের সৌভাগ্য অর্জন করেন। পরে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সংস্থাপন মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের সচিব ছিলেন মাহে আলম। এছাড়া তিনি গণসাহায্য সংস্থার প্রধান এবং জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।