1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে মসিক মেয়র টিটুর সেলাই মেশিন বিতরণ - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বগঞ্জে সেবাগ্রহীতাদের অফিসে আটকে তালা লাগিয়ে চলে গেলেন ভূমি কর্মকর্তা ময়মনসিংহে দুর্বৃত্তের হামলায় বিদ্যালয়ের নৈশপ্রহরী নিহত ময়মনসিংহ পুলিশ রেঞ্জের ৩৬৫ এসআই একযোগে বদলি   ময়মনসিংহের আকুয়া খালপাড়ে অটোচালক রবিনের লাশ উদ্ধার ময়মনসিংহ এর পদোন্নতি প্রাপ্তিতে র‌্যাংক ব্যাজ পরিধন ময়মনসিংহ এর পদোন্নতি প্রাপ্তিতে র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান” পরানগঞ্জ ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ ময়মনসিংহ ডিবি’র অভিযানে ৪০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে মাদক সম্রাট বিশাল সহযোগী সহ গ্রেপ্তার ময়মনসিংহ ডিবি’র অভিযানে পর্নোগ্রাফি মামলার আসামী গ্রেফতার ১ 

অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে মসিক মেয়র টিটুর সেলাই মেশিন বিতরণ

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৩৮৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এলাকায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। ইতিপূর্বেও মসিক মেয়র বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন উপলক্ষ্যে সিটি কর্পোরেশন এলাকায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় বুধবার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান ও নাগরিক সেবার মান উন্নয়নে ৯০ (নব্বই) অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়। আর্থিক সহযোগিতার চেয়ে মানুষের আয় বর্ধনশীল কর্মসূচির অংশ হিসেবে সিটি কর্পোরেশন এ উদ্যোগ নেয়। দরিদ্র্য জনগোষ্ঠীর পুনর্বাসন কর্মসূচির অনুকূলে কর্মমুখী এই সেলাই মেশিন দারিদ্র্য বিমোচনের পাশাপাশি উপকারভোগীর জন্য পরিবারের আয় বৃদ্ধিতে সহায়ক হবে।
বুধবার (২৪ মে) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে শহিদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণের এ অনুষ্ঠান আয়োজন করা হয়। সেলাই মেশিন হাতে পেয়ে উপকারভোগীদের মধ্যে দীপা বলেন, আগে আমার পরিবারের জামা কাপড় বাহিরে সেলাই করতাম তাতে খরচ হতো, এখন নিজের সেলাই মেশিন হলো। এটা দিয়ে নিজের কাজ করার পাশাপাশি সংসারের আয় বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, প্রধানমন্ত্রী সুষম উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে শুরু করেছিলেন। যার সুফল আজকে আমরা ভোগ করছি। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সুষম বন্টন সুনিশ্চিত করতে হবে। সুষম বন্টন সুনিশ্চিত করার ক্ষেত্রে সমাজে নারী-পুরুষ উভয়ের সেই অধিকার রয়েছে। তারই ধারাবাহিকতায় সমাজে নারীদের ক্ষমতায়ন হয়েছে। সমাজের বিভিন্ন স্তরে নারীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
উপস্থিত উপকারভোগীদের প্রতি আহবান রেখে মেয়র আরও বলেন, আজকে যে সেলাই মেশিনটি আপনারা গ্রহণ করলেন এটির মাধ্যমে যেন আপনাদের পরিবারের ভাগ্য পরিবর্তন করতে পারেন, এটি আমাদের মূল উদ্দেশ্য। আপনারা সেলাই মেশিনটি সঠিকভাবে ও আন্তরিকতার সাথে কাজে লাগিয়ে স্বাবলম্বী হবেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আমাদের প্রত্যাশা।
 অনুষ্ঠানের সভাপতি সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী বলেন, নারীর ক্ষমতায়ন বলতে তাকে শিক্ষা ও কর্মে স্বাবলম্বী করতে হবে। শিক্ষা ও কর্মে যদি সাবলম্বী হয়, নারী তখন আর নিজেকে অসহায় মনে করবেনা। তাহলে নারী কখনোই পুরুষের উপর ততটা নির্ভরশীল থাকবেনা। অসহায়ত্ববোধ ও নারী নির্যাতন প্রতিরোধে কর্মমুখী এই মেশিনটি উপার্জনের উৎস হতে পারে। এই সেলাই মেশিনের মাধ্যমে আপনাদের আয় রোজগার বৃদ্ধি পাবে।এর আগে সিটি কর্পোরেশনের সচিব মোঃ আরিফুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্যানেল মেয়রসহ কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ও বিশিষ্ট্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD