1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মিঠামইনে হেলিম মেম্বার হত‍্যা কারীরা কেউ গ্রেফতার হয়নি - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ২৫ জুন ২০২৫, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ টেকসই করতে হলে জাতীয় ঐক্য ও অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন অত্যাবশ্যকঃ ড. আনিসুজ্জামান চৌধুরী ময়মনসিংহে মাদ্রাসা শিক্ষকের ‘বলৎকার চেষ্টায়’ শিশু নির্যাতন! ৮ মাসের শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ময়মনসিংহের পুলিশ ভুয়া মামলা, ভৌতিক বিল—সবই এক প্রকৌশলীর চক্রান্ত! ত্রিশালে ৫ লক্ষ টাকার হেরোইন ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক পুলিশ কি দোষ করেছে? তারা কি নিজের ইচ্ছায় মাঠে নামে? ময়মনসিংহে ডিবির অভিযানে নগরীতে স্বস্থি দুই চাঁদাবাজ গ্রেফতার জেল গেইটে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সভাপতি অনি আটক সারা দেশের তুলনায় ময়মনসিংহ জেলা ও সদরে আইনশৃঙ্খলা ভাল জনতার আস্থার প্রতীক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন

মিঠামইনে হেলিম মেম্বার হত‍্যা কারীরা কেউ গ্রেফতার হয়নি

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১৯৩ বার পড়া হয়েছে

মিঠামইনে হেলিম মেম্বার হত‍্যা কারীরা কেউ গ্রেফতার হয়ন

মিঠামইন (কিশোরগন্জ)প্রতিনিধি : শেখ আব্দুল হেলিম মেম্বার( ৩৫) হত‍্যা কারী সন্ত্রাসীরা এখও গ্রেফতার হয়নি। ঘটনার পর গ্রাম ছেড়েছে সন্ত্রাসীরা । তবে পুলিশ জড়িতদের কে গ্রেফতার করার জন্য এখানে সেখানে ছুটছেন।
জানা গেছে গত ১১ জুলাই রাত ৯পর মিঠামইনের ঘাগড়া বাজার থেকে শেখ আব্দুল হেলিম মেম্বার কে শিহারা গ্রামের সন্ত্রাসী আইয়ুব আলী ও তার লোকজন ধরে নিয়ে গিয়ে নির্মম ভাবে হত‍্যা করে।
স্হানীয় লোকজন জানান আব্দুল হেলিম ছিলেন ঘাগড় ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার। তার বাড়ি ধোবাজোরা গ্রামে।সে এক জন প্রতিবাদী লোক হিসেবে পরিচিত। সে জন‍্য শিহারা – ধোবাজোরা গ্রামের সন্ত্রাসীরা তাকে পছন্দ করতো না। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আব্দল হেলিম ২২ভোটে পরাজিত হয়েছেন। ফলে সাবেক মেম্বার আব্দুল হেলিম নির্বাচীত মেম্বার আক্তার মিয়ার বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনে আদালতে মামলা করেছেন। এর পর থেকে দু জনের মধ্যে বিরোধ চলে আসছে বলে শেখ হেলিমের পিতা ফরিদ মিয়া জানান।
এছাড়াও এক মাস আগে হেলিমের চাচা বাবর আলীর ও মৃত্যু হয়। আইয়ুব আলী ওতার লোকজন বাবর আলী কে পিটিয়েছিল বলে অভিযোগ রয়েছে থানায়। আহত বাবর আলীর মৃত্যু হয় হাসপাতালে । পরে ময়না তদন্তের রিপোর্টে বাবর আলীর মৃত্যু আঘাত জুন্নিত কারনে হয়েছে বলে ডাক্তার উল্লেখ করেন। এ খবরএলাকায় পৌছলে সন্ত্রাসীরা মারমুখী হয়ে উঠে। গত১১জুলায় বিকালে আব্দল হেলিম ঘাগড়া বাজারে গেলে রাত ৯টার পর সন্ত্রাসীরা হেলিম মেম্বার কে ধরে আহত করে শিহারা গ্রামে নিয়ে যায়। ঐ সময় সন্ত্রাসী দলের লোকজন ইচ্ছা মত তাকে রক্তাক্ত আহত করে। পরে গ্রামের লোকজন শেখ আব্দুল হেলিমকে সন্ত্রাসীদের কবল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ দিকে হত্যা কান্ডের সাথে যারা ছড়িত তারা নিজ গ্রাম ছেড়েছে।পুলিশ হত‍্যাকারীদেরকে গ্রেফতার করার জন‍্য খুজেঁ মাঠে নেমেছেন

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD