মিঠামইন(কিশোরগন্জ)প্রতিনিধি: জামিনে জেল থেকে ছাড়া পেয়ে দেশ ত্যাগ করেছে শেখ হোসাইন মোহাম্মদ ইকবাল। ২০২০ সালে কিশোর গন্জের মিঠামইন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলে পুলিশ তাকে গ্রেফতার করে। জানা গেছে, ইকবাল উপজেলার ঘাগড়া গ্রামের মৃত মিলন শেখের ছেলে। ইটালি থেকে নিজ বাড়িতে এসে পুলিশের বিরুদ্ধে চাদা দাবির অভিযোগের ভিডিও ভাইরাল করে শেখ বাবুর ফেসবুক থেকে।এ কারনে মিঠামইন থানার পুলিশ ২০২০সালের২২ মার্চ তাকে গ্রেফতার করে আদালত থেকে ৮দিনের রিমান্ডে আনে ।পরে গ্রেফতারকৃত ইকবাল নিজের দোষ আড়াল করে সাংবাদিক মোক্তার হোসেন গোলাপ ও শেখ বাবু আহমেদ কে দায়ী করে আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। দায়েরকৃত মামলায় শেখ ইকবাল দীর্ঘ ৬মাসের বেশি সময় কিশোরগঞ্জের কারাগারে বন্ধি থাকার পর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে সমপ্রতি দেশ ত্যাগ করেছে বলে খবর পাওয়া গেছে। এলাকা সূত্রে জানা যায় শেখ ইকবাল এর আগেও চুরি, ডাকাতি, খুন,দাংগা-হাংগামার মামলার আসামি হয়ে বহু বার জেল খেটেছে।তবে শেখ ইকবাল কৌশলে সব সময় সব মামলা থেকেই পার পেয়ে গেছে।