স্টাফ রিপোর্টার, ব্যুরো অফিস, ময়মনসিংহ। ময়মনসিংহ বিভাগীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা হয়।
সভায় বিভাগীয় পর্যায়ে দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ের প্রস্তুতি এবং এ সংক্রান্ত সার্বিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রস্তুতি, কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোনা করা হয়।
সভায় বাংলাদেশের দুর্যোগ মোকাবিলায় ইউএনডিপির ভূমিকা এবং বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। বর্তমানে দুর্যোগ ব্যবস্থাপনায় ইউএনডিপি বাংলাদেশ সরকারকে সক্রিয়ভাবে সাহায্য সহযোগিতা করে চলেছে।
সভায় জানানো হয়, বিগত ২৭ বছরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দেশের প্রায় ১৫ মিলিয়ন ডলার সমমূল্যের ক্ষতি হয়েছে। বিগত বছরগুলোর তুলনায় বর্তমানে সরকারি, বেসরকারি, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন সংগঠনের গৃহীত উদ্যোগ ও সহযোগিতায় দুর্যোগকালীন ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব হয়েছে। সাম্প্রতিক ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় দেশের সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনায় এই সক্ষমতার প্রতিফলন পাওয়া যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মিজানুর রহমান। তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রস্তুতি সম্পর্কে জানতে এবং তাদের উৎসাহিত করতে এই সভার আয়োজন করা হয়েছে। জলোচ্ছাস ও বন্যা মোকাবিলায় আমাদের সক্ষমতা থাকলেও অগ্নি ও ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় আমাদের প্রস্তুতি পর্যাপ্ত নয়। অগ্নিকান্ডজনিত দুর্ঘটনা মোকাবিলার সময় উৎসুক জনতাও অন্যতম প্রধান বাধার কারণ হয়ে দাঁড়ায়। অপরিকল্পিত নগরায়নের ফলাফল স্বরূপ ভূমিকম্প আমাদের দেশে এক মহাদুর্যোগ হিসেবে আবির্ভূত হতে পারে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সাহায্যকারী সংগঠনগুলোকে ভূমিকম্পজনিত দুর্যোগ মোকাবিলায় আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। দেশে বিভিন্ন সময়ে সংঘটিত দুর্যোগ মুহূর্তে স্বেচ্ছাসেবীদের ভূমিকাকে প্রশংসিত করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদানকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস বলেন, দুর্যোগ আমাদের নিত্যসঙ্গী। তাই দুর্যোগ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট বিভাগ ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। স্বেচ্ছাসেবীদের দক্ষতা বাড়াতে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানেরও নির্দেশনা দেন তিনি।
সভায় অন্যান্যদের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউএনডিপির প্রতিনিধি, স্বেচ্ছাসেবক সদস্যবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।