অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা, রেঞ্জ অফিসের পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ ফারুক হোসেন এবং ময়মনসিংহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট ফাহিমা হোসেন সহ রেঞ্জের অন্যান্য কর্মকর্তাগন। এ সময় বিদায়ী ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বলেন, পেশাদারিত্ব বজায় রেখে নিজেদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন, তাহলেই নিজের এবং পুলিশ বাহিনীর সুনাম বৃদ্ধি পাবে। মোঃ শাহ আবিদ হোসেনের বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।