জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে মহান মুক্তিযুদ্ধের সংগঠক গণপরষিদ সদস্য ১৫১-ময়মনসিংহ-৬ আসন থেকে ৬ বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এডভোকেট গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য ডেপুটি স্পিকার এড ফজলে রাব্বী মিয়া (৭৬) শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত অনুমান ২টার দিকে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকাল ৪টা) নিউইয়র্কস্থ মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইলি রাজিউন)।