আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :
গতকাল নেপালের রাজধানী কাঠমুন্ডুতে অনুষ্ঠিত এক সভায় এস জে এফ নেপাল চ্যাপ্টারের সিনিয়র সাংবাদিক প্রকাশ সিলওয়াল কে প্রধান সমন্বয় করে গঠিত হলো নেপাল চ্যাপ্টারের নবগঠিত কমিটি।
সদস্যরা হলেন:
অনন্ত সুবেদী, বিজয় দিমডং, চিরঞ্জিবি অধিকারী, দেপাক শ্রেষ্ঠা, দীপেন্দ্র প্রজাপতি, গোপাল সাংগরুলা, হেমরাজ ধাকাল, ইরফান বাবু, জীবন পারজুলি, করণ তাম্রকার, কৌশল ঘিমিরে, কমল তিওয়ারি রানা, কবিতা লাল, লাকী পুকুরেল চৌধুরী, নিকুয়ারেল চৌধুরী, প্রমুখ। ইরফান বাবু শ্রেষ্ঠ, পুষ্প অধিকারী, প্রকাশ পন্ডিত, রুদ্রশ্রীস মাগার, রঞ্জিত তামাং, রবীন্দ্র কাফলে, রত্না কাজী মহারজন, সুরেন্দ্র ভক্ত শ্রেষ্ঠ, সুনীল মহারজন, সুনীল আচার্য, সামানা বিয়োগী, টেকেন্দ্র বাহাদুর মাহাত, উদ্ধব কুমার শ্রেষ্ট, দানব কুমার কারকি ও ইউপিউর রহমান। .
সার্ক সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এস জে এফ নেপাল চ্যাপ্টারের ৩৫ সদস্যের কমিটি অনুমোদন করেছেন।
সার্ক জার্নালিস্ট ফোরামের বিভিন্ন চ্যাপ্টারের প্রেসিডেন্ট ,সেক্রেটারিরা অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ ও জেনারেল সেক্রেটারি নাজমা আক্তার নীলা অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।