ময়মনসিংহ \ মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় পিতা-মাতা ও বোন হারা অলৌকিকভাবে জন্ম নেয়া সেই শিশুকে অনুদান দিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। সোমবার দুপুরে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের কাছে অনুদানের ১০ হাজার টাকা তুলে দেন।
এ সময় জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, দফতর সম্পাদক আবু সাঈদ দীন ইসলাম ফখরুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিরণ চৌধুরী, যুব ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবু, ফুলবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট ইমদাদুল হক সেলিম, হাবিবুর রহমান, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ শওকত ওসমান লিটনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য চিকিৎসাজনিত কারণে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেশের বাইরে ছিলেন। সুস্থ্য হয়ে ফিরে এসে তিনি মানবিক তাগিদে শিশুটিকে অনুদানের অর্থ দিলেন।