সার্ক জার্নালিস্ট ফোরামের (এসজেএফ) পাকিস্তান চ্যাপ্টার সোমবারের কমিটি চূড়ান্ত করা হয়েছে। সাংবাদিক জহির গফুর সভাপতি, ফখর কাকাহেল সহ-সভাপতি এবং হোসেন চৌধুরী পাকিস্তানের জেনারেল সেক্রেটারি নির্বাচিত হলেন।পাকিস্তানের সাংবাদিকদের নিয়ে ২৫ সদস্যের একটি কমিটিও গঠন করেছে।
শেরাজ হাসনাত পাঞ্জাব চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট এবং আনেলা শাহীন কেপিকে চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট। ফাজিল জামেলি সিন্ধু চ্যাপ্টারের সহ-সভাপতি এবং রিজওয়ান সাইদ বেলুচিস্তান থেকে সহ-সভাপতি। মিয়ান শহীদকে যুগ্ম সম্পাদক, সৈয়দ আউন শেরাজিকে তথ্য সচিব এবং সাগীর আহমেদকে অর্থ সম্পাদক করা হয়েছে।
একইভাবে, আবদুল সবুর খটক, মেহমুদ খট্টক, আসিয়া কাউসার, আতিফ বাট, কিফায়াত আলী, নাসির আহমেদ, আমরাইজ খান, ফিদা হুসনাইন, সাদাকাত বালুচ, হায়দার আলী ভাট্টি, সত্রাম মাহাইশ্বরী, নাজিয়া মীর, ইমতিয়াজ ফারহান, নাভিদ উল হাসান এবং ফয়জান বঙ্গশ। সার্ক জার্নালিস্ট ফোরাম পাকিস্তান চ্যাপ্টারের সদস্য নির্বাচিত হন।
সার্ক জার্নালিস্ট ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট রাজু লামা, জেনারেল সেক্রেটারি মোঃ আব্দুর রহমান এক বাণীতে অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, জেনারেল সেক্রেটারি নাজমা সুলতানার নীলা অভিনন্দন জানিয়েছেন।