ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে একদিনের অভিযানে সাজাপ্রাপ্ত, পরোয়ানাভুক্ত পলাতক, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসীসহ ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, শোকের মাসকে কেন্দ্র করে যে কোন ধরণের নাশকতা, অপরাধ নিয়ন্ত্রণ ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মেহাঃ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় পুলিশ অভিযান পরিচালনা করে ২৮ জনকে গ্রেফতার করে।
এর মাঝে এসআই হাবিবুর রহমান, জহিরুল ইসলাম, ফারুক আহম্মেদ, অসীম কুমার দাস, উত্তম কুমার দাস, রাশেদুল ইসলাম, আনিছুর রহমান, শাহ মিনহাজ উদ্দিন, কামাল হোসেন, শাহজালাল, কুমোদলাল দাস এবং এএসআই মাহমুদুল ইসলাম, রফিকুল ইসলাম, আব্দুস সাত্তার, হযরত আলী, সুজন চন্দ্র সাহা, সোহেল পৃথক পৃথক অভিযান পরিচালনা বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ২১ জনকে গ্রেফতার করে। তারা হলো, আকুয়া মড়ল পাড়ার মোঃ রিফাত, মোঃ সোহাগ, মোঃ সিরাজ মিয়া, আসান উল্লাহ ওরফে আসান, ইমরান, ইমরান হোসেন ওরফে রিফাত, রানী, ম্স্তোফা, মোঃ সোহাগ মিয়া, আলা উদ্দিন, দখুনী, হানিফ মিয়া, ফারুক, মোঃ মিরাজ আহম্মেদ (পলাতক), সুরেশ রবিদাস, মোমিনুল ইসলাম রিফাত, মোঃ জাকির ওরফে মাইকেল, অমিত, মোঃ আসাদ মিয়া, মোঃ সোহাগ মিয়া ও মোঃ ইয়াছিন।
অপর অভিযানে এসআই নিরুপম নাগ এবং এএসআই রেজাউল করিম, আল আমিন, আবুল কালাম
আজাদ, মিজানুর রহমান, রুহুল সিআর মামলায় পরোয়ানাভুক্ত আরো ৬ জনকে গ্রেফতার করে। তারা হলো, উজ্জল মিয়া, অনুপম দাস, ফারুক হোসেন ওরফে পচা মিয়া, মোঃ সাইফুল ইসলাম, পাপ্পু, অনুপম রানী দে ও রহমত আলী রামু। এছাড়া এসআই টিটু সরকার অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মুন্তাসির বিল্লাহ ওরফে সারোয়ারকে গ্রেফতার করে। এদেও মাঝে একই ব্যক্তির নামে একাধিক পরোয়ানা রয়েছে বলে পুরিশ জানায়। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।