আজ ০৪ আগস্ট ২০২২ তারিখ ১১০০ ঘটিকায় নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া, পিএসসি এর সভাপতিত্বে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর এমটি পার্কে “মাদক দ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান” এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে এস এম মহসীন আলম, প্যানেল অব মেয়র-১, নেত্রকোণা পৌরসভা, এসএম মশিউর রহমান, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নেত্রকোণা, মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, নেত্রকোণা, সাবিকুন্নাহার, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা, মোঃ আলী হায়দার রাসেল, সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণা, মোঃ ফারুক আহমেদ, রাজস্ব কর্মকর্তা (চঃ দাঃ), কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ, নেত্রকোণাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক গত ০১ ডিসেম্বর ২০১৭ হতে ১১ মে ২০২২ তারিখ পর্যন্ত ১,৩৭,২৫,৩০০/- টাকা মূল্যমানের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য মালিকবিহীন/পরিত্যক্ত অবস্থায় আটক করেন। যা আজ আনুষ্ঠানিকতার মাধ্যমে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্যের পরিসংখ্যান নিম্নরুপ ঃভারতীয় বিভিন্ন প্রকার মদ, ৮৯৭৪ বোতল,মূল্য-১ কোটি,৩৪ লাখ,৬১ হাজার টাকা। ভারতীয় বিয়ার ৬৬বোতল মূল্য-১৬ হাজার ৫শ টাকা।ভারতীয় ফেন্সিডিল ২৫৭ বোতল, মূল্য -১ লাখ, ০২ হাজার,৮শ টাকা। ভারতীয় ইয়াবা ট্যাবলেট ৪০৩ পিস মূল্য-১লাখ, ২০ হাজার,৯শ টাকা। ভারতীয় গাঁজা ৪.৬ কেজি মূল্য ১৬ হাজার,১শ টাকা। ভারতীয় সেনেগ্রা/ভায়াগ্রা ট্যাবলেট ৮০ পিস মূল্য-৮হাজার টাকা।
পরিশেষে মাদকদ্রব্য পাচার রোধে বেসামরিক প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মিডিয়াকর্মীসহ সকল স্তরের নাগরিকদের ঐকান্তিক সহযোগিতা কামনা করে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয়।