**পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের অন্যায়ের বিরুদ্ধে ব্যাবস্হা গ্রহন তাদের পবিত্র দায়িত্বের মধ্য পরে তাই এব্যাপারে উচ্ছসিত হওয়ার কিছু নেই কিন্তুু যখন কোন কর্মকর্তা একটি সন্প্রদায়ের মানুষের তাদের ধর্মীয় অনভূতিে আঘাত ও আরাধ্য দেবীকে অমর্যদা করার পরিপ্রেক্ষিতে দ্রুত প্রয়োজনীয় ব্যাবস্হা প্রহন করে তখন তারা প্রশংসা ও ধন্যবাদের দাবিদার।ঘটনাটি ঘটেছে ময়ঃমন সিংহের সিটি কর্পোরেশনের অন্তর্গত শম্ভুগঞ্জ বাজারের মন্দিরে প্রতিমার হাতে জনৈক দূস্কৃতিকারি জুতার মালা ধরিয়ে দেয়া এবং এই মন্দিরটির প্রবেশ পথ সহ চতুর্দিকে অবৈধ দোকান বসিয়ে সাইনবোর্ড লাগিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যাবস্হা গ্রহন নিয়ে। এ নিয়ে দীর্ঘদিন যাবত স্হানীয় সনাতনধর্মালন্বিরা ও তাদের সংগঠন জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ , হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ স্হানীয় জনপ্রতিনিধি,সিটি কর্পোরেশন,জাতীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক , পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ করে সমস্যার সমাধান পায় নাই। কিন্তুু এবার যখন প্রতিমার হাতে জুতার মালা ধরিয়ে দেওয়া হয় তখন কোতয়ালী থানাকে জানালে ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল আকন্দ ও তদন্ত কর্মকর্তা ফারুক দ্রুতঘটনা স্হলে ছুটে যান এবং সাইন বোর্ড অপসারন সহ প্রয়োজনীয় ব্যাবস্হা গ্রহন করেন বলে দূর্গাবাড়ী হলরুমে জন্মাষ্ঠমী উদযাপনের প্রস্তুুতির সভায় বিভিন্ন বক্তারা জানায় এবং ওসি কামাল আকন্দ ও ওসি তদন্ত ফারুক হোসেনের প্রশংসা করে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সংবাদটি : প্রদীপ ভৌমিকের পোস্ট থেকে নেয়া ।