জেলার পুলিশ সুপার মাছুদ আহম্মদ এর নির্দেশনায় কোতোয়ালী মডেল থানার পুলিশ মবিল চুরির মূল আসামী গ্রেফতার ও চোরাই মাল উদ্ধার করেছে।কোতোয়ালী মডেল থানার মামলা নং–৮৩, তারিখ–২১/০৮/২০২২ ইং, ধারা–৪৫৭/৩৮০ পেনাল কোড।
জানা যায়, মামলার চোরাই হওয়া মবিল এর মধ্য গতকাল রাত্রে গাজীপুর সহ ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তোতোয়ালী মডেল থানার পুলিশ। উক্ত চুরির মূল চোর মোঃ আসাদুল ইসলাম (২৫), কে গ্রেফতার করে চোরাই মবিল উদ্ধার করেন। ময়মনসিংহ শহরে চোরের বাড়ি হলেও সে বর্তমান বসবাস করে সাং–কালার স্কয়ার মাস্টারবাড়ী (জনৈক ফেরদৌস এর বাসার ভাড়াটিয়া), থানা–ভালুকা, জেলা–ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ শাহ কামাল আকন্দের তদারকিতে এস আই (নিঃ) নিরুপম নাগ, এসআই (নিঃ)শাহ মিনহাজ উদ্দিন এর একটি টিম আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তাহার নিকট হতে চোরাই হওয়া আলামতের মধ্যে ২৫৭.৮ লিটার মবিল উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, এই মামলায় পূর্বে আরো ০২জন আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের নিকট হতেও মবিল উদ্ধার করা হয়েছে ।